অনুমোদিত মূলধন বাড়ানোর ঘোষনা সিঙ্গার বিডির

সময়: শনিবার, ফেব্রুয়ারি ৮, ২০২০ ১:৪২:৪৪ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : অনুমোদিত মূলধন বাড়ানোর ঘোষণা দিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি সিঙ্গার বাংলাদেশ লিমিটেড। সিদ্ধান্ত অনুযায়ী ১৫০ কোটি টাকা মূলধন বাড়াবে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
জানা যায়, কোম্পানিটির অনুমোদিত মূলধন ১০০ কোটি থেকে ২৫০ কোটি টাকা করা হবে। অনুমোদিত মূলধন বাড়ানোর বিষয়ে শেয়ার হোল্ডারদের সম্মতির জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৩ মে, সকাল ১০ টায়, স্প্রেক্টা কনভেনশন, গুনশানে অনুষ্ঠিত হবে।
এদিকে, শেয়ারহোল্ডার ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন ক্রমে এ মূলধন বাড়ানোর প্রক্রিয়া সম্পন্ন হবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৩৫৬ বার পড়া হয়েছে ।
Tagged