সূচক কমলেও বেড়েছে লেনদেন

সপ্তাহজুড়ে সূচকের পাশাপাশি কমেছে লেনদেন

সময়: শনিবার, ফেব্রুয়ারি ৮, ২০২০ ১:২৪:৫৯ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : গত সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি কমেছে লেনদেন। একই সঙ্গে কমেছে বাজার মূলধন এবং অধিকাংশ কোম্পানির শেয়ার দর। গত সপ্তাহে লেনদেন হওয়া ৫ কার্যদিবসের মধ্যে ৩ দিনই কমেছে সূচক। বাকি ২ কার্যদিবস কমলেও এর মাত্র ছিলো সামান্য। এরই ধারাবাহিকতায় গত সপ্তাহে প্রায় সব ধরনের সূচকের পতন ঘটে। আলোচিত সপ্তাহটিতে ডিএসইতে লেনদেন কমেছে ০.১৫ শতাংশ।
সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, গত সপ্তাহে ৫ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২ হাজার ২২২ কোটি ৬ লাখ ৩১ হাজার ১৭৭ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ৩ কোটি ৩৯ লাখ ৩০ হাজার ৪৫৯ টাকা বা ০.১৫ শতাংশ কম হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ২২৫ কোটি ৪৫ লাখ ৬১ হাজার ৬৩৬ টাকার২ হাজার ২২৫ কোটি ৪৫ লাখ ৬১ হাজার ৬৩৬ টাকার।
ডিএসইতে গত সপ্তাহে গড় লেনদেন হয়েছে ৪৪৪ কোটি ৪১ লাখ ২৬ হাজার ২৩৫ টাকার। আগের সপ্তাহে গড় লেনদেন হয়েছিল ৪৪৫ কোটি ৯ লাখ ১২ হাজার ৩২৭ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে গড় লেনদেন ৬৭ লাখ ৮৬ হাজার ৯২ টাকা কম হয়েছে।
গত সপ্তাহে ডিএসইর বাজার মূলধন ৪৪৫ কোটি ৭৫ লাখ ৬২ হাজার টাকা বা ০.১৩ শতাংশ কমেছে। আগের সপ্তাহের শেষ কার্যদিবস ডিএসইর বাজার মূলধন ছিল ৩ লাখ ৪০ হাজার ৮৯৯২ কোটি ৮৫ লাখ ২০ হাজার টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস ডিএসইর বাজার মূলধন কমে ৩ লাখ ৪০ হাজার ৪৪৭ কোটি ৯ লাখ ৫৮ হাজার টাকায় দাঁড়িয়েছে।
গত সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৭ পয়েন্ট বা ০.৩৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৪৫৩ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১ পয়েন্ট বা ০.০৮ শতাংশ এবং সিএসই-৩০ সূচক ১০ পয়েন্ট বা ০.৬৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ১০২৭ পয়েন্ট ও ১ হাজার ৫১৪ পয়েন্টে। ডিএসইতে চালু হওয়া নতুন সূচক সিডিএসইটি ৬ পয়েন্ট বা ০.৬৬ শতাংশ কমে ৯০৪ পয়েন্টে দাঁড়িয়েছে।
গত সপ্তাহে ডিএসইতে মোট ৩৫৮টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১১৮টি বা ৩৩ শতাংশের, কমেছে ২১৮টির বা ৬১ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ২২র বা ৬ শতাংশের শেয়ার ও ইউনিট দর।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহজুড়ে ৯৬ কোটি ৯৯ লাখ ৭৭ হাজার ২৭৮ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১০১ কোটি ৩২ লাখ ৪৪ হাজার ৩৩৭ টাকার। এ হিসাবে সপ্তাহের ব্যবধানে সিএসইতে টাকার পরিমাণে লেনদেন ৪ কোটি ৩২ লাখ ৬৭ হাজার ৫৯ টাকা বা ৮.২৭ শতাশ কমেছে।
গত সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৪ পয়েন্ট বা ০.৩২ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৫৪২ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ২৪ পয়েন্ট বা ০.২৯ শতাংশ, সিএসই-৩০ সূচক ১৬ পয়েন্ট বা ০.১৩ এবং সিএসই-৫০ সূচক ৭ পয়েন্ট বা ০.৭১ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ৮ হাজার ২১১ পয়েন্ট, ১১ হাজার ৬৬০ পয়েন্ট এবং ৯৮৮। সিএসইর অপর সূচক সিএসআই ৩ পয়েন্ট বা ০.৩১ শতাংশ বেড়ে ৮৮৫ পয়েন্টে দাঁড়িয়েছে।
গত সপ্তাহে সিএসইতে মোট ৩০৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের হাত বদল হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৬০টির বা ৫২ শতাংশ, দর কমেছে ১২৭টির বা ৪১ শতাংশ এবং দর অপরিবর্তিত রয়েছে ২০টির বা ৭ শতাংশ।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৩৩০ বার পড়া হয়েছে ।
Tagged