অস্বাভাবিকভাবে দর বাড়ার কারণে হিমাদ্রি লিমিটেডকে শোকজ

সময়: মঙ্গলবার, আগস্ট ২৯, ২০২৩ ২:২১:১৫ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : অস্বাভাবিকভাবে দর বাড়ার কারণে হিমাদ্রি লিমিটেডকে শোকজ করেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। ে সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, শয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে কোম্পানিটিকে সিএসই নোটিস পাঠায়। এর প্রেক্ষিতে কোম্পানিটি জানিয়েছে অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, গত ৩০ জুলাই কোম্পানিটির শেয়ার দর ছিল ৮৮৯ টাকা ৩০ পয়সা। ২৮ আগস্ট কোম্পানিটির শেয়ার দর ২ হাজার ৭৯০ টাকা ২০ পয়সা উন্নীত হয়। এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে সিএসই কতৃপক্ষ।

Share
নিউজটি ১০৬ বার পড়া হয়েছে ।
Tagged