নিজস্ব প্রতিবেদক: উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের শেয়ারদরে অস্বাভাবিক ঊর্ধ্বগতি ও লেনদেন বেড়ে যাওয়ার বিষয়টি পর্যবেক্ষণের পর কোম্পানিটির কাছে ব্যাখ্যা চেয়েছিল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। গত ২৩ জুলাই ডিএসইর পাঠানো কোয়েরি লেটারের জবাবে উত্তরা ফাইন্যান্স কর্তৃপক্ষ জানিয়েছে, শেয়ারদর ও লেনদেন বৃদ্ধির পেছনে তাদের কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই।
কোম্পানির পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়েছে, সাম্প্রতিক সময়ে শেয়ারদরের এই অস্বাভাবিক বৃদ্ধি পুরোপুরি বাজারের স্বাভাবিক প্রবণতা এবং বিনিয়োগকারীদের আগ্রহের ফল। তাদের কোনো গোপন তথ্য নেই যা বিনিয়োগকারীদের সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে বা বাজারে ভিন্ন কোনো বার্তা দিতে পারে।
প্রসঙ্গত, গত কয়েক কার্যদিবস ধরে উত্তরা ফাইন্যান্সের শেয়ারদর ও লেনদেন ধারাবাহিকভাবে বেড়ে যাচ্ছে। এ অবস্থায় বিনিয়োগকারীদের স্বার্থে ডিএসই কোম্পানিটির কাছে ব্যাখ্যা চায়, যাতে বাজারে স্বচ্ছতা বজায় থাকে এবং বিনিয়োগকারীরা যথাযথ সিদ্ধান্ত নিতে পারেন।


