অস্বাভাবিক হারে দর বাড়ায় ডিএসইর শোকজ

সময়: বুধবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৫ ১২:৩০:১৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারের তালিকাভুক্ত এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ার কারণে কোম্পানিটিকে শোকজ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে ডিএসই নোটিশ পাঠালে এর জবাবে কোম্পানিটি পক্ষ থেকে জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিটির শেয়ার দর বাড়ছে।

এস আলম কোল্ড রোল্ড স্টিলসর গত ১৩ জানুয়ারী শেয়ার দর ছিল ৯ টাকা ৮০ পয়সায়। আর মঙ্গলবার (১৮ ফেব্রিয়ারি) বাজার শেষে শেয়ারটির দর বেড়ে ১২ টাকা ৮০ পয়সায় দাড়িয়েছে। অর্থাৎ মাত্র ৪ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ৩ টাকা।

Share
নিউজটি ২৪১ বার পড়া হয়েছে ।
Tagged