অস্বাভাবিক হারে দর বাড়ায় তদন্ত নোটিশ পেয়েছে ৩ কোম্পানি

সময়: মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২০ ৫:৫২:৪৩ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : অস্বাভাবিক হারে দর বাড়ায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) তদন্ত নোটিশ পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সংশ্লিষ্ট তিন কোম্পানিকে। কোম্পানি তিনটি হলো : শ্যামপুর সুগার, জিকিউ বলপেন এবং সাভার রিফ্রাক্টরিজ। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
জানা গেছে, কোম্পানি তিনটির শেয়ারে অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি ডিএসই কোম্পানিগুলোকে নোটিশ পাঠায়। এর জবাবে কোম্পানিগুলোর পক্ষ থেকে গত ২৪ আগস্ট পৃথক পৃথকভাবে জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের শেয়ার দর এভাবে বাড়ছে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৩৭৩ বার পড়া হয়েছে ।
Tagged