আইএফআইসি ব্যাংকের ইপিএস নেমেছে লোকসানে, এনএভি ৮ টাকা ৯১ পয়সা

সময়: বৃহস্পতিবার, অক্টোবর ৩০, ২০২৫ ১১:৫৩:০৪ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি আইএফআইসি ব্যাংক লিমিটেড ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

ডিএসই সূত্রে জানা যায়, এ সময় ব্যাংকটি বড় ধরনের লোকসানে পড়ে। তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) দাঁড়িয়েছে ৩ টাকা ৫৩ পয়সা, যেখানে আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় ছিল মাত্র ৪ পয়সা। অর্থাৎ, এক বছরের ব্যবধানে ব্যাংকটির আয় নেমে গেছে লোকসানে।

চলতি অর্থবছরের প্রথম নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর, ২০২৫) কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৯ টাকা ৪০ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ৩৬ পয়সা আয়। এতে স্পষ্ট হয়, বছরজুড়ে ব্যাংকটির আর্থিক পারফরম্যান্স উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়েছে।

অন্যদিকে, ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮ টাকা ৯১ পয়সা।

Share
নিউজটি ৭৮ বার পড়া হয়েছে ।
Tagged