নিজস্ব প্রতিবেদক : অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল বলেছেন, ক্যাসিনো যেহেতু অবৈধ, তাই বাংলাদেশে ক্যাসিনোকে আইন করে বৈধ করার কোনো সুযোগ নেই।
গতকাল মঙ্গলবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিশ্বব্যাংক ও জাতিসংঘ কর্তৃক আয়োজিত (রোড সেফটি ফর অল) শীর্ষক এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, অবৈধ কাজ কোনোভাবেই চলবে না। আর ক্যাসিনো চলবে কীভাবে। আর এটা সরকার আইন করেও বৈধ করবে না।
ক্যাসিনোর বিষয়ে অর্থমন্ত্রী বলেন, প্রশাসন জানে না এমন কোনো কাজ বাংলাদেশে হতে পারে না। এর সঙ্গে কেউ না কেউ কোনো না কোনোভাবে জড়িত থাকতে পারে।
তিনি বলেন, এটা আদৌ গ্রহণযোগ্য নয়। আমার বিশ্বাস, আমরা যে এখানে মিটিং করছি, এটাও প্রশাসন জানে। ওটাও (ক্যাসিনো) প্রশাসনের জানা উচিত ছিল। তারা যদি না জেনে থাকে, তাহলে তারা অবশ্যই এক্সপ্লেন (ব্যাখ্যা) করবে।
মোস্তফা কামাল বলেন, কিন্তু প্রশাসন জানে না এমন কোনো কাজ বাংলাদেশে হতে পারে না। এর সঙ্গে কেউ না কেউ কোনো না কোনোভাবে জড়িত থাকতে পারে। থাকতে পারে আমি বলছি। তাদের যে রেসপনসিবিলিটি তা অ্যাবজর্ব করতে পারবে না। সেখান থেকে তারা কেউ বেরিয়ে আসতে পারে না।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান


