আইন না মানায় বাতিল হলো ৩ কোম্পানির আইপিও আবেদন

সময়: রবিবার, ফেব্রুয়ারি ১৬, ২০২০ ৫:৩০:২৩ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : আইন না মানায় ৩ কোম্পানির প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) আবেদন বাতিল করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কোম্পানিগুলি হল : পিইবি স্টিল অ্যালায়েন্স লিমিটেড, আছিয়া সি ফুডস লিঃ এবং ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
বিএসইসি সূত্রে জানা গেছে, সংস্থাগুলো পাবলিক ইস্যু বিধি ও কোম্পানি আইন মেনে চলেনি। এছাড়া সিকিউরিটিজ রেগুলেটর জানিয়েছেন, কোম্পানিগুলো নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রস্তুত করার সময়ও বিধি লঙ্ঘন করেছিল, যা আইপিও আবেদনের সাথে জমা দেওয়া হয়েছিল।
ইস্যু ম্যানেজাররা দাবি করেছেন, বিএসইসি যেসব সমস্যা চিহ্নিত করেছে, সেগুলো সমাধানযোগ্য। কিন্তু বিএসইসি তাদের আবেদনগুলো বাতিল করেছেন। সুতরাং এই কোম্পানিগুলোকে নিয়ম মেনে আবার আবেদন করতে হবে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৩৭৮ বার পড়া হয়েছে ।
Tagged