স্পট মার্কেটে যাচ্ছে ৪ কোম্পানি

স্পট মার্কেটে যাচ্ছে মেঘনা পেট্রোলিয়াম

সময়: মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০১৯ ৭:৫৫:১৬ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : আগামীকাল বুধবার থেকে স্পট মার্কেটে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি মেঘনা পেট্রোলিয়াম। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী,  আগামীকাল বুধবার ও ব‍ৃহস্পতিবার এ কোম্পানির শেয়ার স্পট মার্কেটে লেনদেন হেেব। আগামী ১ ডিসেম্বর বিনিয়োগকারী নির্বাচনের রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। এ দিন কোম্পানিগুলোর লেনদেন স্থগিত থাকবে। ২ ডিসেম্বর থেকে স্বাভাবিক নিয়মে লেনদেন চালু হবে।
কোম্পানিটি ৩০ জুন ২০১৯ সমাপ্ত আর্থিক বছরের জন্য ১৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানির প্রতিটি শেয়ার সর্বশেষ লেনদেন হয় ১৯৩ টাকা ৬০ পয়সায়। কোম্পানিটির অনুমোদিত মূলধন ৪০০ কোটি এবং পরিশোধিত মূলধন ১০৮ কোটি ২১ লাখ ৬০ হাজার টাকা। মোট শেয়ার সংখ্যা ১০ কোটি ৮০ লাখ ১৬ হাজার ১০৮টি। ২০১৮ সালে কোম্পানিটি ১৪০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী

Share
নিউজটি ৪২৮ বার পড়া হয়েছে ।
Tagged