আইন লঙ্ঘনের দায়ে স্টাইলক্রাফটের চেয়ারম্যানসহ ৪ কর্মকর্তাকে জরিমানা

সময়: বুধবার, নভেম্বর ১৮, ২০২০ ৬:০০:২৫ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত স্টাইলক্রাফট লিমিটেডের চেয়ারম্যানসহ চার কর্মকর্তাকে সুবিধাভোগী ব্যবসা নিষিদ্ধকরণ আইন লঙ্ঘনের দায়ে জারিমানার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি। আজ বুধবার (১৮নভেম্বর) কমিশনের ৭৪৯তম সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।
কমিশনের নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব¡) ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, কমিশন সস্টাইলক্রাফট লিমিটেডের শেয়ার লেনদেন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সুবিধাভোগী ব্যবসার নিষিদ্ধকরণ) বিধিমালা ১৯৯৫ এর বিধি ৪(১) এবং সিক্রেটস সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স ১৯৬৯ এর সেকশন ১৭(ই) (ভি) ভঙ্গের দায়ে কোম্পানির চেয়ারম্যান ও ৩ জন কর্মকর্তাসহ কতিপয় ব্যাক্তিকে তাদের অর্জিত মুনাফা চেয়ে বেশি জরিমানা করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৫২১ বার পড়া হয়েছে ।
Tagged