আইপিও’র ১৫ শতাংশ শেয়ার কর্মচারীদের বরাদ্দ বিষয়ে উদ্বোধন আগামীকাল

সময়: মঙ্গলবার, ডিসেম্বর ১৪, ২০২১ ১:০৮:৩১ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) ১৫ শতাংশ শেয়ার কর্মচারী বা অন্যান্য ক্যাটাগরিতে বরাদ্দের বিষয়ে উদ্বোধন ও সচেতনতা প্রোগ্রামের আয়োজন করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট। আগামীকাল ১৫ ডিসেম্বর বুধবার সকাল সাড়ে ১১ টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এ কার্যক্রম অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার ড. শেখ সামসুদ্দিন আহমেদ উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সকল ট্রেকহোল্ডার ও মার্চেন্ট ব্যাংকের প্রতিনিধিদের উক্ত অনুষ্ঠানে যোগদান করার আহবান জানানো হয়েছে। ইলেকট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেমের (ইএসএস) মাধ্যমে নতুন এই মডিউলের উদ্বোধন এবং এ সম্পর্কে পরিচিতি করানো হবে।
জানা যায়, অর্থ উত্তোলনের মাধ্যমে শেয়ারবাজারে তালিকাভুক্তির জন্য প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন পাওয়া অনেক কোম্পানি অগ্রাধিকার ভিত্তিতে তাদের কর্মকর্তা-কর্মচারীদের শেয়ার বরাদ্দ দিয়ে থাকে।

 

যেসব কোম্পানি তাদের কর্মকর্তা-কর্মচারীদের শেয়ার বরাদ্দ দিবে- সেসব কোম্পানির কর্মকর্তা-কর্মচারীদের তথ্য ও বিও অ্যাকাউন্ট যাচাইয়ের মাধ্যমে তাদের শেয়ার বরাদ্দ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গত ২০ অক্টোবর এ বিষয়ে বিএসইসি থেকে একটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, স্টক এক্সচেঞ্জের আবেদনের প্রেক্ষিতে ইলেক্ট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেমের (ইএসএস) মাধ্যমে আইপিও কোম্পানির কর্মকর্তা-কর্মচারীদের আবেদন প্রক্রিয়ায় বিদ্যমান সকলের তালিকা ইলেকট্রনিক ( টেক্স ফরমেটে আলাদ শিরোনাম ভেদে) ফরমেটে আপলোড করতে হবে। যেখানে গ্রাহক আইডি, নাম (বিও আইডি অনুসারে), বিও আইডি, মোট অর্থের পরিমাণ, মোট শেয়ারের পরিমাণ, কর্মী শ্রেণীবিভাগ রয়েছে। সেই সাথে জাতীয় পরিচয়পত্র, কর্মচারী আইডি, চাকরিতে যোগদানের তারিখ এবং পদবীও থাকবে।

সিদ্ধান্তে আরো রয়েছে, আইপিও কোম্পানির বিদ্যমান কর্মকর্তা-কর্মচারীদের আবেদন স্টকব্রোকারেজ বা মার্চেন্ট ব্যাংকের মাধ্যমে (যেখানে আবেদনকারীর বিও অ্যাকাউন্ট চালু থাকবে) এক্সচেঞ্জের ইলেকট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেমে জমা দিতে হবে। ইএসএস এ নিবন্ধিত স্টকব্রোকারেজ বা মার্চেন্ট ব্যাংকার কোম্পানির কর্মকর্তা-কর্মচারীদের তালিকা ইলেকট্রনিক (টেক্স ফরমেটে শ্রেনীভেদে) ফরমেটে আপলোড করবে।

অপরদিকে, এক্সচেঞ্জগুলো কোম্পানির কর্মকর্তা-কর্মচারীদের আবেদন (নাম, বিও আইডি, পরিমাণ, একই রকম কোনো বিষয়, ইত্যাদি) যাচাই করবে এবং বৈধ বিও আইডিগুলো ইলেকট্রনিক (টেক্সট) ফরমেটে যাচাইকরণের জন্য সিডিবিএলে পাঠাবে। সিডিবিএল বিও আইডিগুলোকে যাচাই করবে যে, আবেদনকারীদের বিও অ্যাকাউন্ট সক্রিয় আছে কিনা না। এবং সিডিবিএল এক্সচেঞ্জকে আবেদনকারীদের একটি আপডেটেড ডাটাবেস প্রদান করবে। যাতে বিও অ্যাকাউন্ট নম্বর, নাম, ঠিকানা, পিতা-মাতার নাম এবং জয়েন্ট অ্যাকাউন্টের তথ্য যাচাইকরণের রিপোর্ট থাকবে। যাচাই শেষে কোম্পানির বর্তমান কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে যাদের আবেদন বৈধ এবং সক্রিয় তাদের জমাকৃত অর্থের পরিমাণ অনুযায়ী শেয়ার প্রদান করা হবে।
ক্যাপিটাল ইস্যু বিভাগ এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং ক্যাপিটাল ইস্যু বিভাগ এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে সিদ্ধান্তে জানানো হয়েছে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ২৬৬ বার পড়া হয়েছে ।
Tagged