সূচক কমলেও বেড়েছে লেনদেন

সূচক কমলেও বেড়েছে লেনদেন

সময়: মঙ্গলবার, ডিসেম্বর ১৪, ২০২১ ৪:৩৯:২৩ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের তৃতীয় কার্যদিবসে (১৪ ডিসেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপাশি বেশিরভাগ প্রতিষ্ঠানের দর কমলেও বেড়েছে টাকার অংকে লেনদেনের পরিমাণ।

আজ শেয়ারবাজারের সব সূচক কমেছে। সূচকের সাথে কমেছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। তবে টাকার পরিমাণে লেনদেন আগেরদিনের থেকে বেড়েছে প্রায় ৩৮৪ কোটি টাকা।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪৪.২১ পয়েন্ট বা ০.৬৪ শতাংশ কমে ছয় হাজার ৮৩৭.৮০ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে- শরিয়াহ সূচক ৩.৬৫ পয়েন্ট বা ০.২৫ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ১৬.৯০ পয়েন্ট বা ০.৬৫ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪৫৬.৬৬ পয়েন্ট এবং দুই হাজার ৫৬৮.৪১ পয়েন্টে।

ডিএসইতে আজ লেনদেনে অংশ নেয়া ৩৭৭টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৮৮টির বা ২৩.৩৪ শতাংশ, কমেছে ২৪৯টির বা ৬৬.০৫ শতাংশ এবং অপরিবর্তিত রয়েছে ৪০টি বা ১০.৬১ শতাংশের।

এদিন ডিএসইতে ২৮ কোটি ৮১ লাখ ১২ হাজার ১৬৪টি শেয়ার এক লাখ ৮৫ হাজার ৭২৪বার হাতবদল হয়, যার বাজারমূল্য এক হাজার ৮০ কোটি ৭৯ লাখ ৯৭ হাজার ৩৫৬ টাকা ৭০ পয়সা। যা আগের কার্যদিবস থেকে ৩৮৩ কোটি ৯৬ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৬৯৬ কোটি ৬৪ লাখ টাকার। আজ ডিএসইর বাজার মূলধন ছিল ৫ লাখ ৫০ হাজার ৭৪ কোটি ৯৬ লাখ ৭৩ হাজার ৪৮৮ টাকা ৫০ পয়সা।

দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১৭৩.৯৩ পয়েন্ট বা ০.৮৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৯ হাজার ৯৮৪.৩৭ পয়েন্টে। এদিন সিএসইতে লেনদেনে অংশ নেয়া ২৭০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৭১টির, কমেছে ১৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির। আজ সিএসইতে ৯৯ লাখ ৯৯ হাজার ২৪টি শেয়ার ১৪ হাজার ৮৭০বার হাতবদল হয়, যার বাজারমূল্য ২৫ কোটি ৪৩ লাখ ৭ হাজার ২৪৮ টাকা ৩০ পয়সা। এদিন সিএসইর বাজার মূলধন ছিল ৯৫ হাজার ৬৩৯ কোটি ৭ লাখ ৮৭ হাজার ৬৯০ টাকা।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ২৪৩ বার পড়া হয়েছে ।
Tagged