আইপিও আবেদনে ন্যূনতম বিনিয়োগের পরিমাণ বেড়েছে

সময়: বুধবার, জুন ৮, ২০২২ ৬:২২:৩৫ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আবেদনের জন্য সাধারন বিনিয়োগকারীদের শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিতে ন্যূনতম বিনিয়োগের পরিমাণ বাড়িয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এতদিন ন্যূনতম ২০ হাজার টাকার বিনিয়োগ থাকলেই আইপিওতে আবেদন করা যেতো। কিন্ত এখন তা বাড়িয়ে ৫০ হাজার টাকা করার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। যা প্রবাসি বিনিয়োগকারীদের জন্য ১ লাখ টাকা প্রযোজ্য। বুধবার (০৮ জুন) বিএসইসির ৮২৬তম কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিএসইসির নির্বাহি পরিচালক ও মূখপাত্র মোহাম্মদ রেজাউল করিম সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শেয়ারবাজারে তারল্য বৃদ্ধি, সাধারন বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদে বিনিয়োগের অভ্যাস গড়ে তোলা এবং প্রকৃত বিনিয়োগকারীদের আইপিও আবেদনে সুযোগ করে দিতে এই বিনিয়োগ সীমা আরোপ করা হয়েছে।

 

Share
নিউজটি ২৫০ বার পড়া হয়েছে ।
Tagged