আইপি অর্থ থেকে ইনডেক্স এগ্রোর ঋণ পরিশোধ অনুমোদন

সময়: বৃহস্পতিবার, ডিসেম্বর ৯, ২০২১ ৭:২৩:০৪ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ইনডেক্স এগ্রোর বার্ষিক সাধারণ সভায় (এজিএম) প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অর্থ থেকে আংশিক স্বল্পমেয়াদী ঋণ পরিশোধের অনুমোদন দিয়েছে শেয়ারহোল্ডাররা।

বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির এজিএমে শেয়ারহোল্ডাররা এই অনুমোদন দেয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটি আইপিওর অর্থ থেকে স্বল্পমেয়াদী ঋণের ৩৫ কোটি ৪৯ লাখ ৩২ হাজার ১০০ টাকা পরিশোধের অনুমোদন দিয়েছে শেয়ারহোল্ডারা।

কোম্পানিটির ভবন নির্মাণ, যন্ত্রপাতি ও উপকরণ ক্রয়ের জন্য ২০১৬ সালের ২৭ অক্টোবর আইপিওর জন্য আবেদন করে।

এরপর ২০২১ সালের ২০ জানুয়ারি শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলণের জন্য সম্মতিপত্র পেয়েছে। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হতে চার বছর সময় লেগেছে।

ইতিমধ্যে কোম্পানিটি নিজস্ব উৎস থেকে এবং ব্যাংক ঋণ নিয়ে সম্প্রসারণ প্রকল্পের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি, সরঞ্চাম এবং বিল্ডিং নির্মাণ কাজ সেটআপ করেছে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ২৬৯ বার পড়া হয়েছে ।
Tagged