সূচক কমলেও বেড়েছে লেনদেন

পতনের ধারা অব্যহত শেয়ারবাজারে

সময়: সোমবার, নভেম্বর ৮, ২০২১ ৬:০৬:০০ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : আগের কার্যদিবসের মতো সোমবারও (০৮ নভেম্বর) ধারা অব্যহত রয়েছে দেশের শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারের সব সূচকের পাশাপাশি কমেছেছ বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর ও টাকার পরিমাণে লেনদেন।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৬.২৩ পয়েন্ট বা ০.৮২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬৭৯৯.৬৪ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৬.৮৯ পয়েন্ট বা ০.৪৭ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ১৫.২৮ পয়েন্ট বা ০.৫৮ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে- এক হাজার ৪৩৭.৪৩ পয়েন্টে এবং দুই হাজার ৫৮৩.৬৮ পয়েন্টে।

ডিএসইতে আজ লেনদেনে অংশ নেয়া ৩৭৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৫৫টির বা ১৪.৬৩ শতাংশের, শেয়ার দর কমেছে ২৯৫টির বা ৭৮.৪৬ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির বা ৬.৯১ শতাংশের।

ডিএসইতে এদিন ২৪ কোটি ৬৮ লাখ ২৪ হাজার ১৪৩টি শেয়ার এক লাখ ৭২ হাজার ৭৩৩বার হাতবদল হয়, যার বাজারমূল্য এক হাজার ৭৫ কোটি ১৩ লাখ ১৩ হাজার ৯৩৭ টাকা ৬০ পয়সা। যা আগের কার্যদিবস থেকে ৭০ কোটি ৪২ লাখ টাকা কম। আজ ডিএসইর বাজার মূলধন ছিল ৫ লাখ ৪৫ হাজার ৪০৬ কোটি ৩৮ লাখ ৯০ হাজার ৬৯৯ টাকা ৫৩ পয়সা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২০৮.১৪ পয়েন্ট বা ১.০৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৯ হাজার ৮৬৯.৯৩ পয়েন্টে। সিএসইতে আজ লেনদেনে অংশ নেয়া ২৮৩টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৩৭টির, কমেছে ২১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির। সিএসইতে এদিন এক কোটি ৭ লাখ ৭৭ হাজার ৮১৪টি শেয়ার ১২ হাজার ৫৩০বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৩৪ কোটি ৭৬ লাখ ১৫ হাজার ৩৩ টাকা ৭০ পয়সা। আজ সিএসইর বাজার মূলধন ছিল ৯৫ হাজার ৪৭০ কোটি ২০ লাখ ৪০ হাজার ৩০০ টাকা।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ২৫৯ বার পড়া হয়েছে ।
Tagged