আগস্টে রেমিট্যান্স কমেছে

সময়: মঙ্গলবার, সেপ্টেম্বর ৩, ২০১৯ ৯:১৬:৪৯ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : প্রবাসী আয় বা রেমিট্যান্সে ২ শতাংশ প্রণোদনা ঘোষণার আড়াই মাসেও তা কার্যকর হয়নি। ফলে সদ্য সমাপ্ত আগস্ট মাসে কমে গেছে প্রবাসীদের পাঠানো আয়। গত মাসে প্রবাসীরা দেশে ১৪৮ কোটি ডলার পাঠিয়েছেন। জুলাই মাসেও প্রবাসী আয় এসেছিল ১৫৯ কোটি ডলারের। তবে গত বছরের আগস্ট বিবেচনায় নিলে এই আগস্টে প্রবাসী আয় কিছুটা বেড়েছে। গত বছর একই মাসে এসেছিল ১৪১ কোটি ডলার। বাংলাদেশ ব্যাংক প্রবাসী আয়ের এ তথ্য প্রকাশ করেছে।

জানা যায়, চলতি ২০১৯-২০ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ১৫৯ কোটি ৭৭ লাখ ডলারের রেমিট্যান্স পাঠান প্রবাসীরা। আর পরের মাস আগস্টে তা কমে হয় ১৪৮ কোটি ২৮ লাখ ডলার।

আলোচ্য মাসে রাষ্ট্রমালিকানাধীন ছয় ব্যাংকের মাধ্যমে আসে ৩৫ কোটি ৯৫ লাখ ডলার। কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ২ কোটি ৮৯ লাখ ডলার। আর ৪০টি বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ১০৮ কোটি ৭৫ লাখ ডলার। ৯টি বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে ১ কোটি ১৮ হাজার ডলার। তবে ইসলামী ব্যাংক একাই এনেছে ২৯ কোটি ৩১ ডলার। এছাড়া অগ্রণী ব্যাংক ১৬ কোটি এবং ডাচ্-বাংলা ও সোনালী ব্যাংকের মাধ্যমে এসেছে ১০ কোটি ডলার করে।

গত ২০১৭-১৮ অর্থবছরের চেয়ে ২০১৮-১৯ অর্থবছরে দেশে প্রবাসীরা সাড়ে ৯ শতাংশ রেমিট্যান্স বেশি পাঠান। পরের ২০১৮-১৯ অর্থবছরে ১ হাজার ৬৪১ কোটি ৯৬ লাখ ডলারের প্রবাসী আয় আসে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৩০৪ বার পড়া হয়েছে ।
Tagged