সূচক কমলেও বেড়েছে লেনদেন

আগামীকাল থেকে শেয়ারবাজারে লেনদেন ২টা পর্যন্ত

সময়: বুধবার, জুলাই ৭, ২০২১ ৪:৪০:৫৭ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : আগামীল বৃহস্পতিবার (৮ জুলাই) থেকে শেয়ারবাজারের লেনদেন সময় এক ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ব্যাংক লেনদেনের সময় বাড়ায় শেয়ারবাজারের লেনদেনের সময় বাড়ানো হয়েছে।

নতুন সময়সূচি অনুযায়ী বৃহস্পতিবার থেকে শেয়ারবাজারে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত লেনদেন হবে।

বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলাম এবং কমিশনার অধ্যাপক শামসুদ্দিন আহমেদ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তারা জানান, ৮ জুলাই থেকে শেয়ারবাজারে লেনদেন হবে সকাল ১০ থেকে দুপুর ২টা পর্যন্ত। এই এই লেনদেনে বর্তমান নিয়ম অনুযায়ী ১৫ মিনিট প্রি-ওপেনিং সেশন থাকবে এবং লেনদেন শেষে ১৫ মিনিটের পোস্ট ক্লোজিং সেশন চালু থাকবে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ২৭৩ বার পড়া হয়েছে ।
Tagged