এম.এল ডাইং

আগামী মাস থেকে উৎপাদনে যাচ্ছে স্পিনিং ইউনিট

সময়: বুধবার, এপ্রিল ৭, ২০২১ ৩:০৭:১০ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : আগামী মাস থেকে গাজীপুরের ভবানীপুরে চালু হতে যাচ্ছে এম.এল ডাইংয়ের স্পিনিং ইউনিট। নতুন এ ইউনিটটি চালু হচ্ছে গাজীপুরের ভবানীপুরে।
মঙ্গলবার (০৬ এপ্রিল) বিষয়টি অর্থসূচককে নিশ্চিত করেছেন কোম্পানির সচিব একেএম আতিকুর রহমান।

তিনি বলেন, আমরা আগামী মাস থেকে উৎপাদনে যেতে পারবো বলে আশাবাদী। স্পিনিং ইউনিটের আনুমানিক ব্যয় ধরা হয়েছে ৬২ কোটি ৫৮ লাখ টাকা। যার মধ্যে আইপিও ফান্ড থেকে ১৩ কোটি ৪ লাখ এবং অবশিষ্ট টাকা কোম্পানির নিজস্ব উৎস থেকে সরবরাহ করা হবে।

সূত্রমতে, ভবানীপুরের মোহনায় স্পিনিং ইউনিটের জন্য জমি কিনেছে এম.এল ডাইং লিমিটেড। নতুন কারখানায় মেশিন্যারিজ স্থাপনের কাজও চলছে।

২০১৮ সালের ১০ জুন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এম.এল. ডাইংকে প্রাথমিক গণ প্রস্তাবের মাধ্যমে ২০ কোটি টাকা উত্তোলনের অনুমোদন দেয়। আইপিও অনুমোদনের পর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ স্পিনিং ইউনিট চালুর সিদ্ধান্ত নেয়। পরে তা কোম্পানির ১৮তম এজিএমে শেয়ারহোল্ডার কর্তৃক অনুমোদিত হয়। এতে আনুমানিক ব্যয় ধরা হয় ৬২ কোটি ৫৮ লাখ টাকা। যার মধ্যে আইপিও ফান্ড থেকে ১৩ কোটি ৪ লাখ এবং অবশিষ্ট টাকা কোম্পানির নিজস্ব উৎস থেকে সরবরাহ করা হবে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৩৭৭ বার পড়া হয়েছে ।
Tagged