আমান কটনের ১০% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা

সময়: সোমবার, অক্টোবর ২৭, ২০২৫ ১১:০৩:০০ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আমান কটন ফাইবার্স লিমিটেড ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ (ক্যাশ ডিভিডেন্ড) ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি লোকসান কাটিয়ে মুনাফায় ফিরেছে। শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ২১ পয়সা, যেখানে আগের অর্থবছরে শেয়ারপ্রতি লোকসান ছিল ২৫ পয়সা।

অর্থবছর শেষে কোম্পানির শেয়ারপ্রতি নগদ প্রবাহ (নেট অপারেটিং ক্যাশ ফ্লো) বেড়ে দাঁড়িয়েছে ৭ টাকা ৪৫ পয়সা, যা আগের বছর ছিল মাত্র ১ টাকা ৫৯ পয়সা। এটি কোম্পানির নগদ প্রবাহে দৃশ্যমান উন্নতির ইঙ্গিত দেয়।

এছাড়া, ২০২৫ সালের ৩০ জুন শেষে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৩ টাকা ৬৩ পয়সা, যা বিনিয়োগকারীদের জন্য একটি ইতিবাচক সূচক হিসেবে বিবেচিত হচ্ছে।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ ডিসেম্বর দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে। এজিএম-এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১ ডিসেম্বর ২০২৫।

 

Share
নিউজটি ১২১ বার পড়া হয়েছে ।
Tagged