সূচক কমলেও বেড়েছে লেনদেন

সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন

সময়: সোমবার, সেপ্টেম্বর ৬, ২০২১ ১০:৫৯:১৫ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসেও উত্থানের ধারা ধরে রেখেছে শেয়ারবাজার। এদিন সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন। একই সঙ্গে বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ার দর ও বাজার মূলধন।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২২.৬৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে সাত হাজার ৭৫.৪৯ পয়েন্টে। আজ ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৭.৩৮ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১২.৬৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৫৩৬.০৩ পয়েন্টে এবং দুই হাজার ৫৪৬.৬২ পয়েন্টে।

ডিএসইতে আজ ২ হাজার ৯০১ কোটি ৫২ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৩৩ কোটি ১৫ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ২ হাজার ৮৬৮ কোটি ৩৭ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৬৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৫৪টির বা ৪১.৮৫ শতাংশের, শেয়ার দর কমেছে ১৮৪টির বা ৫০ শতাংশের এবং ৩০টির বা ৮.১৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৯৯.২৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৬৬২.৩৬ পয়েন্টে। সিএসইতে আজ ৩১৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১২৩টির দর বেড়েছে, কমেছে ১৬২টির আর ৩১টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৮৭ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ২৫৫ বার পড়া হয়েছে ।
Tagged