নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের প্রতিষ্ঠান প্যাসিফিক ডেনিমস লিমিটেড বর্তমানে সম্পূর্ণভাবে উৎপাদন বন্ধ করে দিয়েছে বলে জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। কোম্পানিটির আর্থিক সংকট, নিয়ম না মানার ইতিহাস এবং তথ্য গোপনের প্রবণতার মধ্যেই ডিএসই-এর সাম্প্রতিক পরিদর্শনে এ তথ্য প্রকাশ্যে আসে।
ডিএসই’র তথ্য অনুযায়ী, ২২ অক্টোবর ২০২৫ তারিখে এক পরিদর্শন দল প্যাসিফিক ডেনিমসের কারখানা সরেজমিনে পরিদর্শন করে এবং দেখতে পায় যে উৎপাদন সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। পরবর্তীতে এক্সচেঞ্জ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে বিষয়টি প্রকাশ করে বিনিয়োগকারীদের সতর্ক করেছে।
অকার্যকর কোম্পানির সংখ্যা বেড়ে ৩১
ডিএসই জানিয়েছে, প্যাসিফিক ডেনিমস যুক্ত হওয়ায় বাজারে বর্তমানে অকার্যকর বা বন্ধ কোম্পানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১টিতে। এর আগে এক্সচেঞ্জ তালিকাভুক্ত ৩০টি কোম্পানির একটি তালিকা প্রকাশ করেছিল, যেগুলো কার্যত উৎপাদন বন্ধ বা ন্যূনতম পর্যায়ে রয়েছে।
৭৫ কোটি টাকা উত্তোলন করেও টিকে থাকতে পারেনি
২০১৬ সালে আইপিওর মাধ্যমে শেয়ারবাজার থেকে ৭৫ কোটি টাকা উত্তোলন করেছিল প্যাসিফিক ডেনিমস। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে প্রতিষ্ঠানটি তীব্র আর্থিক সংকটে পড়ে যায়।
এই আর্থিক দুরবস্থার কারণে ৩০ জুন ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ঘোষিত ১ শতাংশ নগদ লভ্যাংশও শেয়ারহোল্ডারদের দিতে ব্যর্থ হয় কোম্পানিটি।
ফলস্বরূপ, গত বছরের সেপ্টেম্বরে ডিএসই কোম্পানিটিকে ‘জেড’ ক্যাটাগরিতে নামিয়ে আনে, এবং বর্তমানে সেই ক্যাটাগরিতেই এর শেয়ার লেনদেন চলছে।
দীর্ঘদিনের অনিয়ম ও কমপ্লায়েন্স লঙ্ঘন
ডিএসই’র তথ্য অনুযায়ী, প্যাসিফিক ডেনিমস দীর্ঘদিন ধরেই কমপ্লায়েন্স লঙ্ঘন ও তথ্য প্রকাশে অনিয়মে জড়িয়ে রয়েছে। সর্বশেষ মার্চ ২০২৪-এ তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশের পর থেকে কোম্পানিটি আর কোনো আর্থিক তথ্য প্রকাশ করেনি। এমনকি ৩০ জুন ২০২৫ অর্থবছর শেষ হলেও, এখন পর্যন্ত বার্ষিক প্রতিবেদন ডিএসই ওয়েবসাইটে আপলোড করা হয়নি, যা বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।
গ্যাস সংযোগ বিচ্ছিন্নের পর উৎপাদন ব্যাহত
গত বছর জুন মাসে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড প্যাসিফিক ডেনিমসের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলে কোম্পানিটি সাময়িকভাবে উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়।
পরে ২৪ জুন ২০২৪ তারিখে কারখানাটি আবারও চালু করা হয়, কিন্তু ডিএসই’র সর্বশেষ পরিদর্শনে দেখা গেছে, বর্তমানে কারখানাটি পুনরায় সম্পূর্ণ বন্ধ অবস্থায় রয়েছে।
বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে উদ্বেগ
বস্ত্র খাতের অন্যতম তালিকাভুক্ত কোম্পানি প্যাসিফিক ডেনিমসের এই অবস্থা বিনিয়োগকারীদের মধ্যে চরম অনিশ্চয়তা ও আতঙ্ক সৃষ্টি করেছে। দীর্ঘদিন ধরে কোম্পানির উৎপাদন বন্ধ থাকা, তথ্য গোপন, এবং কমপ্লায়েন্স লঙ্ঘন—সব মিলিয়ে এটি বাজারে আস্থাহীনতার আরেকটি দৃষ্টান্ত হয়ে উঠেছে।


