আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের এমডি ফরমান চৌধুরীকে অপসারণ

সময়: সোমবার, অক্টোবর ২৭, ২০২৫ ১০:০২:৫৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফরমান আর চৌধুরীকে তার পদ থেকে অপসারণ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান নিশ্চিত করেছেন, অনিয়ম এবং পরিচালনা ও তদারকিতে দুর্বলতার অভিযোগের ভিত্তিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

তিনি জানান, ব্যাংকের পরিচালনা পর্ষদই প্রথমে ফরমান আর চৌধুরীকে অপসারণের সুপারিশ করেছিল, যা পরে কেন্দ্রীয় ব্যাংক অনুমোদন দিয়েছে। এর আগে চলতি বছরের এপ্রিল মাসে চৌধুরীসহ আরও তিন কর্মকর্তাকে তিন মাসের বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছিল।

বাংলাদেশ ব্যাংকের বিশেষ পরিদর্শন প্রতিবেদনের ভিত্তিতেই এই সিদ্ধান্ত আসে। প্রতিবেদনে ব্যাংকের বিভিন্ন কার্যক্রম, বিশেষ করে এজেন্ট ব্যাংকিং বিভাগে অনিয়ম এবং দুর্বল ব্যবস্থাপনার বিষয়গুলো প্রকাশিত হয়েছে।

কিছু কর্মকর্তা, যারা নাম প্রকাশ করতে চায়নি, জানিয়েছেন, প্রতিবেদনে ফরমান আর চৌধুরীসহ কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে অনিয়ম ও তদারকিতে দুর্বলতার জন্য দায়ী করা হয়েছে।

এপ্রিল থেকে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাফাত উল্লাহ খান ভারপ্রাপ্ত এমডির দায়িত্ব পালন করছেন।

এর আগে, গত বছরের আগস্টে রাজনৈতিক পরিবর্তনের পর বাংলাদেশ ব্যাংক আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের তৎকালীন চেয়ারম্যান আব্দুস সামাদ লাবুর নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে পাঁচ সদস্যের অন্তর্বর্তীকালীন পর্ষদ নিয়োগ করে। উল্লেখ্য, আব্দুস সামাদ লাবু বিতর্কিত এস আলম গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমের ভাই।

Share
নিউজটি ২৯০ বার পড়া হয়েছে ।
Tagged