আহমেদ জাকের এন্ড কোং অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ

সময়: বুধবার, জানুয়ারি ১৮, ২০২৩ ৫:২৪:২১ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: আহমেদ জাকের এন্ড কোং চার্টার্ড একাউন্ট এমন অসত্য তথ্যের মাধ্যমে চারটি মিউচুয়াল ফান্ডের আর্থিক প্রতিবেদন নিরীক্ষা করায় প্রতিষ্ঠানটিকে নিরীক্ষক হিসেবে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করেছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। অসংগতি পাওয়ায় সেই আর্থিক প্রতিবেদনের বিষয়ে জানতে প্রতিষ্ঠানটিকে তলব করে বিএসইসি। কিন্তু বিএসইসির শুনানিতে প্রতিষ্ঠানটি উপস্থিত হয়নি।

বুধবার (১৮ জানুয়ারি) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়েত উল ইসলাম স্বাক্ষরিত একটি নির্দেশনা জারি করা হয়। ওই নির্দেশনায় প্রতিষ্ঠানটিকে নিরীক্ষক হিসেবে নিষিদ্ধ ঘোষণা করা হয়।

সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ আইন ১৯৬৯ এর ২০ এর এ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে নিরীক্ষক হিসেবে নিষিদ্ধ করেছে নিয়ন্ত্রক সংস্থা।

আহমেদ জাকের এন্ড কম চার্টার্ড একাউন্ট যে চারটি মিউচুয়াল ফান্ডের আর্থিক প্রতিবেদন নিয়ে অসত্য তথ্য দিয়েছে তার মধ্যে রয়েছে আইবিবিএল শরিয়াহ ইউনিট ফান্ড, পপুলার লাইফ ইউনিট ফান্ড, পদ্মা লাইফ ইসলামিক ইউনিট ফান্ড এবং ব্যাংক এশিয়া ইসলামিক মিউচুয়াল ফান্ড। এই চারটি ফান্ড ইউনিভার্সেল ফাইন্যান্স সলিউশন লিমিটেড কর্তৃক পরিচালিত।

 

 

Share
নিউজটি ১৮৩ বার পড়া হয়েছে ।
Tagged