১৮ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

আয় বেড়েছে ১৫ কোম্পানির

সময়: বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২০ ৯:৩১:৪৩ পূর্বাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৮ কোম্পানি আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানিগুলো হলো- কর্ণফুলী ইন্স্যুরেন্স লিমিটেড, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেড, এক্সিম ব্যাংক লিমিটেড, নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড, পেনিনসুলা চিটাগাং লিমিটেড, ঢাকা ব্যাংক লিমিটেড, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ড লিমিটেড, ইউনিলিভার কনজিউমার লিমিটেড ( সাবেক গ্লাক্সোস্মিথক্লাইন লিমিটেড, সিটি ব্যাংক লিমিটেড, সাউথইস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, উত্তরা ব্যাংক লিমিটেড, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড, যমুনা ব্যাংক লিমিটেড, পাইওনিয়র ইন্স্যুরেন্স লিমিটেড, প্রিমিয়ার ব্যাংক লিমিটেড, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং মেঘনা কনডেন্সড মিল্ক লিমিটেড।
এর মধ্যে গত বছরের তুলনায় শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে ১৫ কোম্পানির, একটির কমেছে এবং ২টি কোম্পানি লোকসানে রয়েছে।
সিটি ব্যাংক লিমিটেড : এ কোম্পানি চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই’২০-সেপ্টেম্বর’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি’২০-সেপ্টেম্বর২০) সমন্বিতভাবে অর্থাৎ সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ সিটি ব্যাংকটির শেয়ার প্রতি আয় (কনসোলিডেটেড ইপিএস) হয়েছে ৩ টাকা ৪ পয়সা। গত অর্থবছরের একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ২ টাকা ৫৮ পয়সা।
অন্যদিকে তিন প্রান্তিকে এককভাবে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (সলো ইপিএস) হয়েছে ২ টাকা ৭৬ পয়সা। গত অর্থবছরের একই সময়ে সলো ইপিএস ছিল ২ টাকা ৪৯ পয়সা।
শুধু তৃতীয় প্রান্তিকে (জুলাই’২০-সেপ্টেম্বর’২০)) সমন্বিতভাবে অর্থাৎ সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ সিটি ব্যাংকের শেয়ার প্রতি আয় (কনসোলিডেটেড ইপিএস) হয়েছে ১ টাকা ৯৯ পয়সা। গত অর্থবছরের একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ৭৬ পয়সা।
অন্যদিকে তৃতীয় প্রান্তিকে এককভাবে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (সলো ইপিএস) হয়েছে ১ টাকা ৮৭ পয়সা।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৪৬৭ বার পড়া হয়েছে ।
Tagged