ইউনিটহোল্ডারদের ক্ষতি, ভ্যানগার্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বিএসইসি

সময়: মঙ্গলবার, সেপ্টেম্বর ৯, ২০২৫ ২:০১:৫৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: নিয়ম ভঙ্গ করে এএফসি হেলথ লিমিটেডে বিনিয়োগের অভিযোগে ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডকে কঠোর শর্তে অর্থ ফেরত আনার নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কমিশনের তদন্তে প্রমাণিত হয়েছে, প্রতিষ্ঠানটি ২০১৭ সালে তাদের ব্যবস্থাপনায় থাকা ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড ওয়ান থেকে অবৈধভাবে ৪ কোটি টাকা বিনিয়োগ করে, যা সিকিউরিটিজ আইন লঙ্ঘনের শামিল।

বিএসইসির তথ্য অনুযায়ী, ২০১৮-২০১৯ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এএফসি হেলথের শেয়ার মূলধন ১৪৫ কোটি টাকা উল্লেখ করা হলেও কোনো শেয়ার প্রিমিয়াম ধরা হয়নি। তাছাড়া, প্রি-আইপিও প্লেসমেন্টে করা বিনিয়োগ থেকেও ফান্ডের কোনো আয় দেখানো হয়নি। কমিশন বিষয়টি নিয়ে ব্যাখ্যা ও প্রয়োজনীয় নথি চাইলে ভ্যানগার্ড যে তথ্য জমা দেয় তা সন্তোষজনক হয়নি।

কমিশনের মূল্যায়নে দেখা যায়, এই নিয়মবহির্ভূত বিনিয়োগের কারণে ফান্ডের ইউনিটহোল্ডাররা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন। তাই, ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্টকে ৩০ দিনের মধ্যে ৯ কোটি টাকা ফান্ডে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অর্থ ফেরত না আনতে পারলে প্রতিষ্ঠানটিকে ১০ কোটি টাকা জরিমানা করা হবে। এরপরও অর্থ ফেরত না দিলে সাত দিনের মধ্যে জরিমানার অর্থ পরিশোধ করতে হবে, অন্যথায় প্রতিদিন অতিরিক্ত ১০ হাজার টাকা করে জরিমানা বাড়বে।

এই ঘটনায় ফান্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্বে থাকা বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (বিজিআইসি)-কেও তদারকি ব্যর্থতার কারণে ১ কোটি টাকা জরিমানা করা হয়েছে। বিএসইসি জানিয়েছে, ট্রাস্টির এমন গাফিলতি ইউনিটহোল্ডারদের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে।

 

Share
নিউজটি ১২৮ বার পড়া হয়েছে ।
Tagged