ইউনিলিভার ডিলারদের অর্থায়নের জন্য ইবিএলের সঙ্গে চুক্তি

সময়: বুধবার, জানুয়ারি ৬, ২০২১ ৬:৩৯:১৬ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড তাদের পণ্যের ডিলারদের অর্থায়নের জন্য ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) এর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এর ফলে ইবিএল অনলাইন সাপ্লাই চেইন ফাইন্যান্সিং প্ল্যাটফর্মের মাধ্যমে ডিলাররা স্টক উত্তোলনের জন্য দ্রুত ও সহজে প্রযোজনীয় আর্থিক সুবিধা পাবেন। একই সঙ্গে ইউনিলিভার তাৎক্ষণিকভাবে তাদের পেমেন্ট লাভের সুযোগ পাবে।

ইবিএল রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম. খোরশেদ আনোয়ার এবং ইউনিলিভারের পরিচালক- ফাইন্যান্স কন্ট্রোল ও এম এন্ড এ (মার্জার এন্ড একুইজিসন) জিনিয়া তানজিনা সম্প্রতি ঢাকায় ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে এ চুক্তি স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইবিএল হেড অব অ্যাসেটস- রিটেইল এন্ড এসএমই তাসনিম হুসেন, সাপ্লাই চেইন ফাইন্যান্সিং প্রধান এম. মোস্তাফিদুজ্জামান; ইউনিলিভারের ব্যবস্থাপক (ট্রেজারি) আনিকা তাসনিমসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ১৬৮০ বার পড়া হয়েছে ।
Tagged