ইন্টারন্যাশনাল লিজিংয়ের আর্থিক প্রতিবেদন প্রকাশ

সময়: বৃহস্পতিবার, নভেম্বর ১৮, ২০২১ ৪:৫০:৪১ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইন্টারন্যাশনাল লিজিং ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২১) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান (কনসোলিডেটেড) ২ টাকা ৩৩ পয়সা। যা আগের বছর একই সময় ছিল ৪ টাকা ৪২ পয়সা।

৩১ মার্চ ২০২১ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য লোকসান (কনসোলিডেটেড) ১৪৭ টাকা ২৬ পয়সা।

দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২১) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান (কনসোলিডেটেড) ২ টাকা ২৬ পয়সা। যা আগের বছর একই সময় ছিল ২ টাকা ৯৬ পয়সা।

এদিকে, দুই প্রান্তিকে তথা ৬ মাসে (জানুয়ারি-জুন’২১) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান (কনসোলিডেটেড) ৪ টাকা ৫৯ পয়সা। যা আগের বছর একই সময় ছিল ৭ টাকা ৩৮ পয়সা।

৩৬০ জুন ২০২১ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য লোকসান (কনসোলিডেটেড) ১৪৯ টাকা ৫২ পয়সা।

তৃতীয় প্রান্তিকের (জুলাই’২১-সেপ্টেম্বর’২১) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (কনসোলিডেটেড) হয়েছে ৩ টাকা ১২ পয়সা। গত বছর একই সময়ে লোকসান হয়েছিল ৪ পয়সা ছিল।

প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২১-সেপ্টেম্বর’২১) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান (কনসোলিডেটেড) হয়েছে ৭ টাকা ৭১ পয়সা। যা আগের বছরের একই সময়ে ছিল ১১ টাকা ৩৮ পয়সা।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২১ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য লোকসান ১৫২ টাকা ৬৪ পয়সা।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

 

Share
নিউজটি ২৪১ বার পড়া হয়েছে ।
Tagged