ইভিটেক্স ফ্যাশনস অধিগ্রহণ করবে ইভিন্স টেক্সটাইলস

সময়: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৩, ২০২১ ৫:৫৫:৩৪ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : ইভিন্স গ্রুপের অপর একটি প্রতিষ্ঠান ইভিটেক্স ফ্যাশনস লিমিটেডকে অধিগ্রহণ করবে শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এভিন্স টেক্সটাইলস লিমিটেড। এজন্য শেয়ারহোল্ডারদের সম্মতি নিতে আগামী ৬ নভেম্বর, শনিবার বেলা ১২টায় ডিজিটাল প্ল্যাটফর্মে বিশেষ সাধারণ সভা (ইজিএম) ডেকেছে ইভিন্স টেক্সটাইলস কর্তৃপক্ষ। একই দিনে (৬ নভেম্বর) ক্রেডিটরদের সাথে বৈঠক করবে কোম্পানিটি। ওই দিন বিকালে নিকুঞ্জে অবস্থিত কোম্পানির প্রধান কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, গত ১০ মে ্ইভিন্স টেক্সটাইলসের পরিচালনা পর্ষদ এক বৈঠকে ইভিটেক্স ফ্যাশনস লিমিটেডকে অধিগ্রহণ করার সিদ্ধান্ত নেয়। সে আলোকে হাইকোর্টের কাছে অনুমতি চেয়ে আবেদন করলে গত ২৩ আগস্ট আদালত অনুমতি দেন।

বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) তথ্যানুসারে, গাজীপুরের ভবানীপুরের শিরিরচালায় অবস্থিত ইভিটেক্স ফ্যাশনস ২০০৪ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির কর্মী সংখ্যা ৭৫০। কারখানায় ৩৭৯টি যন্ত্র রয়েছে। এর বার্ষিক উৎপাদন সক্ষমতা ১ লাখ ৮২ হাজার ডজন। মূলত কোম্পানিটি বিদেশে শার্ট রফতানি করে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৩৩৩ বার পড়া হয়েছে ।
Tagged