ব্যবসা পরিধি বাড়াতে ২টি ক্রুজ শিপ ক্রয় করবে সি পার্ল

সময়: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৩, ২০২১ ৫:৫৬:৪৮ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : ব্যবসার পরিধি বাড়াতে ২টি ক্রুজ-শিপ ক্রয় করবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ভ্রমণ খাতের কোম্পানি সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড। এর জন্য আনুমানিক ব্যয় ধরা হয়েছে ৮ কোটি ৯০ লাখ টাকা।
নিজস্ব ক্রুজ-শিপের মাধ্যমে ট্যুর প্যাকেজ পরিচালনা করা হবে। বুধবার (২২ সেপ্টেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় ক্রুজ-শিপ কেনার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, প্রথম পর্যায়ে খুলনা-সুন্দরবন-খুলনা রুটে ক্রুজ-শিপে ট্যুর প্যাকেজ চালু করা হবে। আগামী অক্টোবর মাসে এই সেবা চালুর সময় নির্ধারণ করা হয়েছে।

সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড কক্সবাজারের ইনানী বিচে অবস্থিত রয়েল টিউলিপ কক্সবাজার এর মালিক। ১৫ একর জমির উপর প্রতিষ্ঠিত পাঁচ তারকা এই হোটেলে ৪৯৩টি কক্ষ ও স্যুট রয়েছে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ২৭৩ বার পড়া হয়েছে ।
Tagged