ইভিন্স টেক্সটাইলের ক্যাটাগরি পরিবর্তন

সময়: বুধবার, ডিসেম্বর ৪, ২০১৯ ৮:০৪:২৪ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : ক্যাটাগরির পরিবর্তন করা হয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ইভিন্স টেক্সটাইলের। কোম্পানিটিকে ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। আজ বৃহস্পতিবার থেকে ‘এ’ ক্যাটাগরিতে কোম্পানিটির শেয়ার লেনদেন হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটি ৩০ জুন ২০১৯ সমাপ্ত অর্থবছরে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১২ শতাংশ লভ্যাংশ দিয়েছে। যে কারণে কোম্পানিটিকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছে। গত বছরের একই সময়ে কোম্পানিটি কোনো লভ্যাংশ না দেয়ায় ‘এ’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে নেমে গিয়েছিল।
এদিকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী ক্যাটাগরি পরিবর্তনের ৩০ কার্যদিবসের মধ্যে কোম্পানিটির শেয়ার লেনদেনের ক্ষেত্রে কোনো মার্জিন ঋণ সুবিধা থাকবে না।
আজ এ কোম্পানির প্রতিটি শেয়ার সর্বশেষ ১১ টাকায় লেনদেন। গত এক বছরে এ শেয়ার দর ৮ টাকা ৭০ পয়সা থেকে ১৪ টাকায় ওঠানামা করে। কোম্পানির অনুমোদিত মূলধন ৩৫০ কোটি এবং পরিশোধিত মূলধন ১৭৪ কোটি ২৪ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১৭ কোটি ৪২ লাখ ৪০ হাজার।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী

Share
নিউজটি ৩৪৯ বার পড়া হয়েছে ।
Tagged