সূচক কমলেও বেড়েছে লেনদেন

বিদায়ী সপ্তাহে বাজার মূলধন বেড়েছে

সময়: শনিবার, আগস্ট ৫, ২০২৩ ৪:৩৮:৪৭ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে বাজার মূলধন বেড়েছে দেশের উভয় শেয়ারবাজারে। আলোচ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব ধরনের সূচকের পাশাপাশি লেনদেনের পরিমাণ কমেছে। তবে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে।

সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স ৯ দশমিক ৬৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৩২৯ দশমিক ৮৬ পয়েন্টে।

এছাড়া ডিএসই৩০ সূচক ৭ দশমিক ৩ পয়েন্ট এবং শরিয়াহ সূচক ডিএসইএস ১ দশমিক শুন্য ৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ২ হাজার ১৫২ দশমিক ৫২ পয়েন্টে এবং ১ হাজার ৩৭২ দশমিক ৯৩ পয়েন্টে।

গত সপ্তাহে ডিএসইতে তালিকাভুক্ত ৪০৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে শেয়ার দর বেড়েছে ৭৬টির, দর কমেছে ৯৬টির ও অপরিবর্তিত রয়েছে ২০৬টি কোম্পানির। লেনদন হয়নি ১৫টি কোম্পানির শেয়ার।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ২ হাজার ৯৬৩ কোটি ৮৬ লাখ টাকা। আগের সপ্তায় লেনদেন হয়েছিল ৩ হাজার ২৫৬ কোটি ৬৮ লাখ টাকা। এই সময়ের ব্যবধানে লেনদেন কমেছে ২৯২ কোটি ৮২ লাখ টাকা বা ৮ দশমিক ৯৯ শতাংশ।

গত সপ্তাহে ডিএসইতে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৫৯২ কোটি ৭৭ লাখ টাকা। আগের সপ্তাহে গড়ে লেনদেন হয়েছিল ৬৫১ কোটি ৩৩ লাখ টাকা।
গত সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার শেয়ারবাজার মূলধন দাঁড়ায় ৭ লাখ ৮১ হাজার ৩৭০ কোটি ৫৩ লাখ টাকায়। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার শেয়ারবাজার মূলধন দাঁড়িয়েছিল ৭ লাখ ৬৩ হাজার ৮৯৮ কোটি ৮২ লাখ টাকায়।

এক সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ১৭ হাজার ৪৭১ কোটি ৭১ লাখ টাকা বা ২ দশমিক ২৯ পয়েন্ট।

এদিকে, বিদায়ী সপ্তাহে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এক সপ্তাহের ব্যবধানে প্রধান সূচক সিএএসপিআই দশমিক ১৪ শতাংশ কমে দাঁড়ায় ১৮ হাজার ৬৮৯ দশমিক ৬৯ পয়েন্টে।
সিএসই ৫০ সূচক দশমিক শূন্য ৮ শতাংশ, সিএসসিএক্স সূচক দশমিক ১৪ শতাংশ এবং সিএসআই সূচক দশমিক ২১ শতাংশ বেড়ে দাঁড়ায় যথাক্রমে- ১ হাজার ৩১১ দশমিক ৪৮ পয়েন্টে, ১১ হাজার ১৭২ দশমিক ৩১ পয়েন্টে এবং ১ হাজার ১৭২ দশমিক ৩২ পয়েন্টে।

এছাড়া সিএসই৩০ সূচক দশমিক শূন্য ৬ শতাংশ এবং সিএসই এসএমইএক্স ১ দশমিক ১৭ শতাংশ বেড়ে দাঁড়ায় যথাক্রমে ১৩ হাজার ৩৫৭ দশমিক ৪৪ পয়েন্টে এবং ২ হাজার ২৯২ দশমিক ৯০ পয়েন্টে।
বিদায়ী সপ্তাহে তালিকাভুক্ত ২৭৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে শেয়ার দর বেড়েছে ৬৯টির, দর কমেছে ৭৯টির ও অপরিবর্তিত রয়েছে ১২৭টি কোম্পানির।
গত সপ্তাহে লেনদেন হয়েছে ৬১ কোটি ৭২ লাখ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৪৯ কোটি ৩৭ টাকা। এক সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে ১২ কোটি ৩৫ লাখ টাকা।

সপ্তাহের শেষ কার্যদিবস গত বৃহস্পতিবার মূলধন দাঁড়ায় ৭ লাখ ৭১ হাজার ৬৪০ কোটি ৬০ লাখ টাকায়। আগের সপ্তাহের শেষ কার্যদিবস বাজার মূলধন দাঁড়িয়েছিল ৭ লাখ ৫৪ হাজার ৩৪৪ কোটি ৭৪ লাখ টাকায়।
এক সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ১৭ হাজার ২৯৫ কোটি ৮৬ লাখ টাকা।

Share
নিউজটি ১৩০ বার পড়া হয়েছে ।
Tagged