ইস্টার্ণ ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদন প্রকাশ

সময়: শনিবার, অক্টোবর ৩১, ২০২০ ৮:২৩:৫১ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইস্টার্ণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
আজ শনিবার(৩১অক্টোবর) কোম্পানির তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর‌্যালোচনা করে এই প্রকাশ করা সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিদায়ী প্রান্তিকে কোম্পানিটির কর পরবর্তী মুনাফা হয়েছে ৪কোটি ৭ লাখ ৩৫ হাজার ৩৮৫টাকা। এর আগের বছরের এইক প্রান্তিকে মুনাফা হয়েছিলো ২কোটি ৫৬কোটি ৮০ লাখ ২৫৬ টাকা।তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯৪ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৬০ পয়সা।
সর্বশেষ ৯ মাসে (জানুয়ারি,২০-সেপ্টেম্বর’২০) কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৫১পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ২ টাকা ৫১পয়সা।
একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ৪৫ টাকা ৩০ পয়সা। একই বছরে এনএভি ছিলো ৪৪ টাকা ৫৪ পয়সা।
এনওসিএফপিএস ২ টাকা ৮২ পয়সা। এর আগের বছর ছিলো ২ টাকা ৮০ পয়সা।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৩৬৯ বার পড়া হয়েছে ।
Tagged