সূচক কমলেও বেড়েছে লেনদেন

উত্থানে ফিরেছে বাজার

সময়: বৃহস্পতিবার, জুন ২৪, ২০২১ ৫:৪২:৫৩ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : অবুধবার ব্যাপক দর পতনের পর উত্থানের ফিরেছে পুঁজিবাজার। আজ সূচক বাড়লেও কমেছে লেনদেন। তবে অধিকাংশ কোম্পানির শেয়াদর বেড়েছে। একই সঙ্গে বেড়েছে বাজার মূলধন।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ দিন শেষে ডিএসই’র প্রধান মূল্যসূচক ডিএসই-এক্স আগের দিনের তুলনায় ৫৬ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৯২ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৯৯ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরিয়াহ্ সূচক ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩০১ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৭২টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৯১টি, কমেছে ১৫২টি এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির। আজ ডিএসইতে ৫৫ কোটি ১০ লাখ ৮৫ হাজার ৪৭টি শেয়ার ২ লাখ ৫৪ হাজার ৯৬১বার হাতবদল হয়, যার বাজারমূল্য এক হাজার ৫৯৭ কোটি ৯৫ লাখ ৩ হাজার ৪৮ টাকা। অর্থাৎ আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ৪৩২ কোটি ৮ লাখ ৬৪ হাজার ২২৮ টাকা ৩০ পয়সা।

টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। কোম্পানিটির ১৩৩ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা মালেক স্পিনিংয়ের ১০৭ কোটি ৬৪ লাখ টাকার লেনদেন হয়েছে। ৭৬ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে কুইন সাউথ টেক্সটাইল।

এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- কাট্টালী টেক্সটাইল, ডাচ-বাংলা ব্যাংক, এবি ব্যাংক, ম্যাকসন স্পিনিং, এস্কয়ার নিট কম্পোজিট, সাইফ পাওয়ারটেক এবং আইএফআইসি ব্যাংক।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজার মূলধন ছিল ৫ লাখ ১০ হাজার ৬৩৮ কোটি ৭৬ লাখ ১৮ হাজার ৩৮৫ টাকা ২২ পয়সা। যা আগের দিনের তুলনায় ২ হাজার ৩৮৩ কোটি ৩৫ লাখ ৮ হাজার ৪৪ াকা এক পয়সা বেশি।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৮৫ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৮৮ কোটি ৭২ লাখ টাকা। লেনদেনে অংশ নেয়া ৩০৩টি প্রতিষ্ঠানের মধ্যে ১৩৫টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৪০টির এবং ২৮টির দাম অপরিবর্তিত রয়েছে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৪২৯ বার পড়া হয়েছে ।
Tagged