সূচক কমলেও বেড়েছে লেনদেন

একদিন পরই উল্টো রথে শেয়ারবাজার

সময়: মঙ্গলবার, মে ২৪, ২০২২ ৩:০৩:১৯ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : টানা দরপতনের পর সোমবার শেয়ারবাজার ঘুরে দাঁড়ালেও একদিন পরই বিপরীত চিত্রে লেনদেন হয়েছে। আজ লেনদেনের শুরুতে সুচকের তীর উপরের দিকে থাকলেও তা শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি। যে কারণে দিনশেষ সূচক কমে যায়। তবে এদিন সূচক কমলেও বেড়েছে টাকার অংকে লেনদেন। এদিন সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ শেয়ার ও ইউনিট দর।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫০.০৮ পয়েন্ট বা ০.৭৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬ হাজার ২১১.৪৬ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৯.৭০ পয়েন্ট বা ০.৭০ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ১৪.৬৯ পয়েন্ট বা ০.৬৩ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৬৭.২৮ পয়েন্টে এবং দুই হাজার ২৯৫.০৫ পয়েন্টে।

ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৬৬০ কোটি ৬৯ লাখ টাকার। যা আগের কার্যদিবস থেকে ১ কোটি ৭৬ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৬৫৮ কোটি ৯৩ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৭৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৫৫টির বা ১৪.৬৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ২৭৮টির বা ৭৩.৯৪ শতাংশের এবং ৪৩টির বা ১১.৪৩ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১২৯.১০ পয়েন্ট বা ০.৭০ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ২৭০.৯০ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৮১টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৭৬টির, কমেছে ১৭২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির দর। আজ সিএসইতে ১৮ কোটি ৭০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

 

Share
নিউজটি ১৮০ বার পড়া হয়েছে ।
Tagged