ব্লক মার্কেট

ব্লক মার্কেটে প্রায় ৬৯ কোটি টাকার লেনদেন

সময়: মঙ্গলবার, মে ২৪, ২০২২ ৫:০৪:৪৬ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: আজ ২৪ মে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৩২ কোম্পানির ৬৮ কোটি ৮৩ লাখ ৬৫ হাজার টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, ব্লক মার্কেটে লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফরচুন সুজ। কোম্পানিটির শেয়ার লেনেদেন হয়েছে ২১ কোটি ২৫ লাখ ৬৮ হাজার টাকার। দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে স্ট্যান্ডার্ড ব্যাংকের। কোম্পানিটির শেয়ারলেনেদেন হয়েছে ১৩ কোটি ১৭ লাখ ১১ হাজার টাকার। তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের। কোম্পানিটির শেয়ার লেনেদেন হয়েছে ১০ কোটি ৫০ লাখ ৮০ হাজার টাকার।

অন্য কোম্পানিগুলোর মধ্যে- জেনেক্স ইনফোসিসের ৩ কোটি ৫৮ লাখ ৫৬ হাজার টাকার, স্কয়ারফার্মার ২ কোটি ৫৩ লাখ ৮০ হাজার টাকার, আইপিডিসির ২ কোটি ২৩ লাখ ৫৫ হাজার টাকার, ব্রিটিশ আমেরিকান টোবাকোর ১ কোটি ৯৯ লাখ ১৪ হাজার টাকার, এপিএসসিএল বন্ডের ১ কোটি ৯৩ লাখ ৫ হাজার টাকার, রূপালী লাইফের ১ কোটি ৮২ লাখ ৪৬ হাজার টাকার, পদ্মা লাইফের ১ কোটি ৪৬ লাখ ৩৪ হাজার টাকার, কাট্টালি টেক্সটাইলের ১ কোটি ৩৩ লাখ ৩ হাজার টাকার, এনআরবিসি ব্যাংকের ১ কোটি ২৯ লাখ ২১ হাজার টাকার, পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ১ কোটি ২৪ লাখ ৮ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ৮৪ লাখ টাকার, জিএসপি ফাইন্যান্সের ৫১ লাখ ৮৫ হাজার টাকার, ইয়াকিন পলিমারের ৪৭ লাখ টাকার, সন্ধানী ইন্স্যুরেন্সের ৩৬ লাখ ৬৩ হাজার টাকার, বিকনফার্মার ২৯ লাখ ৩৯ হাজার টাকার, লংকাবাংলা ফাইন্যান্সের ২৪ লাখ ৮৭ হাজার টাকার, ফুওয়াং ফুডের ২৩ লাখ ৩৫ হাজার টাকার, মারিকোর ২২ লাখ ৮৮ হাজার টাকার, ওরিয়ন ফার্মার ২২ লাখ ১৬ হাজার টাকার, এইচএফএলের ১৪ লাখ ৯০ হাজার টাকার, সোনারগাঁওয়ের ১৪ লাখ ৪৬ হাজার টাকার, যমুনা ব্যাংকের ১১ লাখ ৫২ হাজার টাকার, আরডি ফুডের ১০ লাখ ২৮ হাজার টাকার, আলহাজ টেক্সটাইলের ১০ লাখ ২৮ হাজার টাকার, সোনালী পেপারের ৬ লাখ ৯১ হাজার টাকার, ভিএফএস থ্রেডের ৬ লাখ ৭৮ হাজার টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ৫ লাখ ৮৭ হাজার টাকার, ইস্টার্ন হাউজিংয়ের ৫ লাখ ৩১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

Share
নিউজটি ১৯৯ বার পড়া হয়েছে ।
Tagged