একমি ল্যাবের ৪৪তম এজিএম সম্পন্ন

সময়: রবিবার, ডিসেম্বর ১৩, ২০২০ ৫:৩৮:৫৩ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : গত ১০ ডিসেম্বর সকাল সাড়ে ১১ ডিজিটাল প্লাটফর্মে সম্পন্ন হয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি দ্য একমি ল্যাবরেটরিজের ৪৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম)। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সভায় কোম্পানির ২০১৯-২০২০ আর্থিক বছরের উল্লেখযোগ্য সকল কার্যক্রম, পরিচালনা পর্ষদের প্রতিবেদন, নিরীক্ষা প্রতিবেদন, আর্থিক প্রতিবেদন, নগদ লভ্যাংশ ঘোষনা, পরিচালকদের অবসর ও পুনঃনিয়োগ, ব্যবস্থাপনা পরিচালকের পুনঃনিয়োগ, নিরীক্ষক নিয়োগ ও সম্মানী নির্ধারণ, কমপ্লায়েন্স নিরীক্ষক নিয়োগ অনুমোদন করা হয়।
এছাড়া এজিএম প্রাথমিক গণ প্রস্তাব (আইপিও) থেকে উত্তেলিত অর্থের পূর্নবিন্যাস এবং সর্বোপরি ভবিষ্যতের উল্লেখযোগ্য কর্ম-পরিকল্পনাসমূহ সম্মানিত শেয়ারহোল্ডারদের নিকট উপস্থাপিত এবং অনুমোদিত হয়।
এজিএমে কোম্পানিরর মাননীয় চেয়ারম্যান নাগিনা আফজাল সিন্হা সভাপতিত্ব করেন।
এছাড়াও জনাব মিজানুর রহমান সিন্হা, ব্যবস্থাপনা পরিচালক; জাহানারা মিজান সিন্হা, উপ-ব্যবস্থাপনা পরিচালক; মো: আবুল হোসেন, মনোনীত পরিচালক; সৈয়দ শাহেদ রেজা ও ফৌজিয়া হক, এফসিএ, স্বতন্ত্র্য পরিচালক; মিস তাসনীম সিন্হা, পরিচালক; জনাব ফাহিম সিন্হা, পরিচালক; মো: হাসিবুর রহমান, অতিরিক্ত উপ-ব্যবস্থাপনা পরিচালক; মো: রফিকুল ইসলাম, এফসিএস, কোম্পানী সেক্রেটারী, মো: আরশাদুল কবির, এফসিএ, হেড অফ ফাইন্যান্স এন্ড এ্যাকাউন্টস এবং এ. কে. এম. মশিউর রহমান খান, এফসিএমএ, হেড অফ ইণ্টারনাল অডিট সভায় উপস্থিত ছিলেন ।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৪৭১ বার পড়া হয়েছে ।
Tagged