এনআরবি কমার্শিয়াল ব্যাংকের ৩০০ কোটি টাকা বন্ড অনুমোদন

সময়: মঙ্গলবার, নভেম্বর ২৩, ২০২১ ১০:৫০:৪১ অপরাহ্ণ


শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের এনআরবি কমাশিয়াল ব্যাংক লিমিটেডের ৩০০ কোটি টাকার বন্ডের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ অনুষ্ঠিত কমিশনের ৮০০তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, এনআরবি কমাশিয়াল ব্যাংকের ৩০০ কোটি টাকার ৭ বছর মেয়াদী আনসিকিউরেট নন-কনভার্টেবল, ফুল্লি রিডেম্বল ফ্লোটিং রেট, সাবঅর্ডিনেটেট বন্ডের প্রস্তাব অনুমোদন করেছে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীদের মাঝে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ডটি ইস্যু করা হবে। উল্লেখ্য, এ বন্ড ইস্যুর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ উত্তোলন করে এনআরবি কমাশিয়াল ব্যাংকে টায়ার -II ক্যাপিটাল বেজ শক্তিশালী করবে। এই বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য এক কোটি টাকা। বন্ডটির ট্রাস্টি এবং ম্যান্ডেটেড লিড অ্যারেঞ্জার হিসাবে যথাক্রমে ইউসিবি ইনভেস্টম্যান্ট লিমিটেড এবং সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেড কাজ করছে। এছাড়া উক্ত বন্ডটিকে অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে অন্তর্ভুক্ত করার জন্য শর্তারোপ করা হয়।

 

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ২৪৪ বার পড়া হয়েছে ।
Tagged