এস আলম গ্রুপ চেয়ারম্যানের ১১৩ কোটি টাকা ও শেয়ার অবরুদ্ধের নির্দেশ

সময়: বুধবার, জুলাই ৯, ২০২৫ ৭:৫৪:৪৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: আলোচিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমের নামে থাকা ৫৩টি ব্যাংক হিসাবে গচ্ছিত একশত তের কোটি নয় লাখ বিরাশি হাজার আটশত আটষট্টি টাকা অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (৯ জুলাই) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুদকের (দুর্নীতি দমন কমিশন) আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. তানজির আহমেদ।

আদালত সূত্রে জানা গেছে, দুদকের উপপরিচালক তাহাসিন মুনাবীল হক আদালতে এ টাকা অবরুদ্ধের আবেদন করেন। শুনানি শেষে বিচারক ওই আবেদন মঞ্জুর করেন।

এর আগে এস আলম ও তার পরিবারের বিরুদ্ধে একাধিকবার শেয়ার, সম্পদ ও ব্যাংক হিসাব জব্দ এবং অবরুদ্ধের নির্দেশ দেয় আদালত। গত বছরের ৭ অক্টোবর এস আলম, তার স্ত্রী ফারজানা পারভীনসহ পরিবারের ১২ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন একই আদালত।

চলতি বছরের ১৬ জানুয়ারি এস আলম পরিবারের সদস্যদের নামে থাকা ৩ হাজার ৫৬৩ কোটি ৮৪ লাখ ২১ হাজার টাকার শেয়ার অবরুদ্ধের নির্দেশ দেন আদালত। এরপর ৩ ফেব্রুয়ারি ৩৬৮ কোটি ২৫ লাখ টাকার মূল্যের ১৭৫ বিঘা সম্পদ জব্দের নির্দেশ আসে।

১২ ফেব্রুয়ারি আরও ৪৩৭ কোটি ৮৫ লাখ টাকার ২ লাখ ২৭৪টি শেয়ার অবরুদ্ধের নির্দেশ দেন, যেগুলোর বাজারমূল্য প্রায় ৫ হাজার ১০৯ কোটি টাকা।

২৩ ফেব্রুয়ারি এস আলম ও তার স্বার্থসংশ্লিষ্টদের ৮ হাজার ১৩৩ কোটি টাকার শেয়ার, ১০ মার্চ এক হাজার ছয় বিঘা জমি, ৯ এপ্রিল আরও ৯০ বিঘা জমি জব্দের নির্দেশ দেন আদালত। একইদিন এস আলমের ঘনিষ্ঠজনদের নামে থাকা ৩৭৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়।

১৭ এপ্রিল এস আলমের এক হাজার ৩৬০টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেন আদালত, যেখানে দুই হাজার ৬১৯ কোটি টাকার বেশি জমা আছে। এরপর ২৩ এপ্রিল ১৫৯ একর জমি (মূল্য ৪০৭ কোটি টাকা), ২৭ এপ্রিল এক হাজার ১৪ বিঘা জমি (মূল্য ৫৫৯ কোটি টাকা), ১৭ জুন ২০০ একর জমি (মূল্য ১৮০ কোটি টাকা) জব্দের নির্দেশ আসে।

সবশেষ ২৪ জুন সাইফুল আলম ও তার স্ত্রীর নামে ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জের ১৮টি কোম্পানির শেয়ার এবং জার্সিতে থাকা ৬টি ট্রাস্ট কোম্পানি অবরুদ্ধের আদেশ দেন আদালত।

Share
নিউজটি ১৬৮ বার পড়া হয়েছে ।
Tagged