আইন লংঘনের কারণে তিন ব্রোকারেজ হাউজকে জরিমানা

সময়: বুধবার, ফেব্রুয়ারি ২৪, ২০২১ ১১:১১:২৩ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : সিকিউরিটিজ আইনের বিভিন্ন ধারা লংঘনের কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জের অন্যতম শীর্ষ ৩ ব্রোকারেজ হাউজকে জরিমানা করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এগুলো হলো- এমটিবি সিকিউরিটিজ, নেক্সাস সিকিউরিটিজ ও ফার্স্ট লিড সিকিউরিটিজ লিমিটেড। আজ অনুষ্ঠিত বিএসইসির ৭৬৩তম কমিশন সভায় প্রতিষ্ঠান তিনটিকে জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠান তিনটির মধ্যে এমটিবি সিকিউরিটিজকে ৫ লাখ টাকা এবং নেক্সাস সিকিউরিটিজ ও ফার্স্ট লিড সিকিউরিটিজের প্রত্যেককে ২ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৩৪৯ বার পড়া হয়েছে ।
Tagged