ওরিয়ন ইনফিউশন লিমিটেডকে শোকজ

সময়: রবিবার, জুন ৪, ২০২৩ ২:৩৮:০৮ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওরিয়ন ইনফিউশন লিমিটেডকে শোকজ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। কোম্পানিটির অস্বাভাবিক হারে দর বাড়ার কারণে কোম্পানিটিকে শোকজ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সম্প্রতি কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ৭ মে কোম্পানিটির শেয়ার দর ছিল ৩১২ টাকা। ১ জুন কোম্পানিটির শেয়ার দর ৩৬৪ টাকা ৩০ পয়সায় উন্নীত হয়। এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।

এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।

 

Share
নিউজটি ৯২ বার পড়া হয়েছে ।
Tagged