ওরিয়ন ইনফিউশনের ডিভিডেন্ডের পরিমাণ বেড়েছে

সময়: মঙ্গলবার, ডিসেম্বর ২৭, ২০২২ ৬:২৪:৪৬ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারের তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ওরিয়ন ইনফিউশনের ডিভিডেন্ডের পরিমাণ বেড়েছে ডিভিডেন্ডের পরিমাণ বেড়েছে। কোম্পানিটির ঘোষিত ঘোষিত ১০ শতাংশ স্টক ডিভিডেন্ডে সম্মতি দেয়নি নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। যে কারণে প্রস্তাবিত ১০ শতাংশ স্টক ডিভিডেন্ডকে ক্যাশ ডিভিডেন্ডে রূপান্তর করার পরামর্শ দিয়েছে বিএসইসি। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, বিএসইসির এমন পরামর্শে ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ওরিয়ন ইনফিউশন ঘোষিত ১০ শতাংশ স্টক ডিভিডেন্ডের পরিবর্তে ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির ডিভিডেন্ডের পরিমাণ দাঁড়াল ২০ শতাংশ ক্যাশ।

এর আগে, কোম্পানিটি ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদনের জন্য বিএসইসির কাছে আবেদন করেছিল। কোম্পানিটির আবেদনে অসম্মতি জানিয়ে ক্যাশ ডিভিডেন্ডের পরামর্শ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।

বিএসইসির এই নির্দেশনার প্রেক্ষিতে কোম্পানিটি স্টক ডিভিডেন্ডকে ক্যাশ ডিভিডেন্ডে রূপান্তর করেছে।

 

Share
নিউজটি ১৪২ বার পড়া হয়েছে ।
Tagged