প্যানেল অডিটরসের তালিকা সংশোধন

সময়: বুধবার, জুলাই ১৭, ২০১৯ ৬:০২:০৬ পূর্বাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর আর্থিক প্রতিবেদন নিরীক্ষার জন্য ৩৯টি নিরীক্ষা প্রতিষ্ঠানের (অডিট ফার্ম) প্যানেল চূড়ান্ত করেছে নিয়ন্ত্রক সংস্থা ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন’ (বিএসইসি)। গতকাল মঙ্গলবার কমিশনের সাপ্তাহিক নিয়মিত বৈঠকে সংশোধিত প্যানেল চূড়ান্ত করা হয়। সংশোধিত প্যানেল থেকে ‘আহমেদ অ্যান্ড আখতার চার্টার্ড অ্যাকাউন্টেন্টস’-কে বাদ দেয়া হয়েছে।
বিএসইসি জানায়, নতুন হাল-নাগাদ তথ্যানুযায়ী ৩৯টি প্রতিষ্ঠান পুঁজিবাজারের তালিভুক্ত কোম্পানিগুলোর আর্থিক প্রতিবেদন নিরীক্ষা করতে পারবে। নির্ধারিত প্যানেলের বাইরে অন্য অডিট ফার্ম দিয়ে নিরীক্ষা করানো প্রতিবেদন গ্রহণ করবে না সংস্থাটি।
প্রসঙ্গত: তৃতীয়বারের মতো এ প্যানেল সংশোধন করেছে বিএসইসি। এর আগে ২০১৫ সালের ৮ জুলাই প্রথম অডিট প্যানেলের তালিকা প্রকাশ করে বিএসইসি। ওই সময় ৫৬টি অডিট ফার্ম বিএসইসির প্যানেল অডিটর হওয়ার জন্য আবেদন করেছিল। এর মধ্য থেকে ৩৫টি প্রতিষ্ঠানকে অনুমোদন দেয়া হয়েছিল। পরবর্তীতে এ তালিকায় আরো ৫টি প্রতিষ্ঠানকে যুক্ত করা হয়। এতোদিন মোট ৪০টি প্রতিষ্ঠান কোম্পানিগুলো অডিট করতো। অডিট ফার্মের অংশীদার, জনবল, কর্মদক্ষতা, বিদেশি কোনো অডিট ফার্মের সঙ্গে অংশীদারী চুক্তিসহ আরো কিছু যোগ্যতার মাপকাঠিতে নতুন এ তালিকা চূড়ান্ত করা হয়েছে বলে জানা গেছে।
সংশোধিত প্যানেল অডিটরসের তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলো হচ্ছে- এ হক অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউটেন্টস, এ কাশেম অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউটেন্টস, এ ওয়াহাব অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউটেন্টস, একনবীন চার্টার্ড অ্যাকাউটেন্টস, আহমেদ মাসহুক অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউটেন্টস, আহমেদ জাকির অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউটেন্টস, আর্টিসান চার্টার্ড অ্যাকাউটেন্টস, আশরাফ উদ্দিন অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউটেন্টস, আতা খান অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউটেন্টস, আজিজ হাকিম কবির চৌধুরী চার্টার্ড অ্যাকাউটেন্টস, ফেমাস অ্যান্ড আর চার্টার্ড অ্যাকাউটেন্টস, জি. কিবরিয়া অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউটেন্টস, হুদা ভাসী চৌধুরী অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউটেন্টস, হাওলাদার ইউনুস অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউটেন্টস, হুসাইন ফরহাদ অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউটেন্টস, ইসলাম আফতাব কামরুল অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউটেন্টস, ইসলাম কাজী শফিক অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউটেন্টস, কে.এম. আলম অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউটেন্টস, কে. এম. হাসান অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউটেন্টস, কাজী জাকির খান অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউটেন্টস, খান ওয়াহাব শফিক রহমান অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউটেন্টস, এম.জে. আবেদীন অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউটেন্টস, এম. এম. রহমান অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউটেন্টস, ম্যাবস অ্যান্ড জে পার্টনার্স চার্টার্ড অ্যাকাউটেন্টস, মাহিফিল হক অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউটেন্টস, মালেক সিদ্দীক ওয়ালি চার্টার্ড অ্যাকাউটেন্টস, মাসি মুহিত হক অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউটেন্টস, নুরুল ফারুক হাসান অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউটেন্টস, অক্টোখান চার্টার্ড অ্যাকাউটেন্টস, পিনাকি অ্যান্ড কোম্পানি চার্টার্ড অ্যাকাউটেন্টস, রহমান মোস্তফা আলম অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউটেন্টস, রহমান হক চার্টার্ড অ্যাকাউটেন্টস, এস.এফ. আহমেদ অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউটেন্টস, এস.কে. বরুয়া অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউটেন্টস, শফিক বসাক অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউটেন্টস, সিরাজ খান বসাক অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউটেন্টস, সাইফুল শামসুল আলম অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউটেন্টস, তোহা খান জামান অ্যান্ড চার্টার্ড অ্যাকাউটেন্টস ও জোহা জামান কবির রসিদ অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউটেন্টস।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৪০৩ বার পড়া হয়েছে ।