করোনামুক্তির পর ডিএসইর ট্রেকহোল্ডারের মৃত্যু

সময়: মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২০ ১২:১৩:২৩ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্ত হওয়া ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ট্রেকহোল্ডার (সদস্য) উত্তম কুমার সাহা মারা গেছেন। তিনি ইস্টার্ন ক্যাপিটালের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব পালন করছিলেন।
গতকাল সোমবার (৭ সেপ্টেম্বর) আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মারা যাওয়ার কয়েকদিন আগে তার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। রিপোর্ট নেগেটিভ এলেও তিনি শ্বাসকষ্ট নিয়ে আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি হন।
হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয় বলে জাগো নিউজকে নিশ্চিত করেছেন ডিএসইর জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপমহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান।
তিনি জানান, উত্তম কুমার সাহা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তবে পরবর্তীতে তার রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু এরপর আবার তার শ্বাসকষ্ট দেখা দেয়। সে কারণে তিনি আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই তার মৃত্যু হয়েছে।
এদিকে উত্তম কুমার সাহার মৃত্যুতে ঢাকা স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৩৯৭ বার পড়া হয়েছে ।
Tagged