সূচক কমলেও বেড়েছে লেনদেন

সূচকের অস্বাভাবি ওঠানামায় গতিহীন বাজার

সময়: বুধবার, নভেম্বর ১৭, ২০২১ ৬:৪৫:১৩ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৭ নভেম্বর) শেয়ারবাজারের প্রধান সূচকের অস্বাভাবিক ওঠানামায় লেনদেন হয়েছে। দিনশেষে প্রধান সূচকের পাশাপাশি লেনদেন বাড়লেও কমেছে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪.১৯ পয়েন্ট বা ০.০৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে সাত হাজার ৬০.৭৭ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ০.৬৭ পয়েন্ট বা ০.০৪ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৭.৯৬ বা ০.২৯ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪৮৪.১৪ পয়েন্টে এবং দুই হাজার ৬৮৩.২৯ পয়েন্টে।

ডিএসইতে আজ লেনদেনে অংশ নেয়া ৩৬৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৫২টির বা ৪১.৫৩ শতাংশের, কমেছে ১৭৭টির বা ৪৮.৩৬ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির বা ১০.১১ শতাংশের।

 

ডিএসইতে আজ ৩৮ কোটি ৪৬ লাখ ৯৮ হাজার ৫৫১টি শেয়ার ২ লাখ ১২ হাজার ৭৮০বার হাতবদল হয়, যার বাজারমূল্য এক হাজার ৫০৭ কোটি ২ লাখ ৬১ হাজার ৫৫০ টাকা ৩০ পয়সা। যা আগের কার্যদিবস থেকে ১৫ কোটি ১৭ লাখ টাকা বেশি। আজ ডিএসইর বাজার মূলধন ছিল ৫ লাখ ৫৯ হাজার ১২৪ কোটি ৯১ লাখ ৩০ হাজার ৪১৫ টাকা ৭৯ পয়সা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩.৭৫ পয়েন্ট বা ০.০১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৬৪২.১১ পয়েন্টে। সিএসইতে আজ লেনদেনে অংশ নেয়া ২৮৯টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১২৮টির, কমেছে ১২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির। এদিন সিএসইতে এক কোটি ৮০ লাখ ৮৮ হাজার ২৪৭টি শেয়ার ১৫ হাজার ১৫০বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৫৫ কোটি ৩৭ লাখ ২৫ হাজার ১০০ টাকা। আজ সিএসইর বাজার মূলধন ৯৫ হাজার ৫৩২ কোটি ৩৪ লাখ ৭৫ হাজার ৫০ টাকা।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ২২৮ বার পড়া হয়েছে ।
Tagged