সূচক কমলেও বেড়েছে লেনদেন

কারেকশনের পর আবারও দরপতন শেয়ারবাজারে

সময়: সোমবার, আগস্ট ৮, ২০২২ ৫:৪৬:৩৫ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : কারেকশনের পর আবারও দরপতনের কবলে দেশের শেয়ারবাজার। আজ দেশের শেয়ারবাজারে ব্যাপক দরপনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপাশি কমেছে টাকার অংকে লেনদেন এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৫.০৫ পয়েন্ট বা ০.৭১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬ হাজার ২৫৮.৯৫ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৬.৫৯ পয়েন্ট বা ০.৬২ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ২১.৯৬ পয়েন্ট বা ০.৯৭ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৬৮.২৩ পয়েন্টে এবং দুই হাজার ২৩৭.৬০ পয়েন্টে।

ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে এক হাজার ৮৩ কোটি ৪৬ লাখ টাকার। যা আগের কার্যদিবস হতে ৩৩ কোটি ৮৭ লাখ টাকা কম। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল এক হাজার ১১৭ কোটি ৩৩ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৮০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১০৩ টির বা ২৭.১০ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ২১১টির বা ৫৫.৫৩ শতাংশের এবং ৬৬টির বা ১৭.৩৭ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১১৬.৮৬ পয়েন্ট বা ০.৬৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪১৮.১২ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৭৩টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৮৩টির, কমেছে ১২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৬টির দর। আজ সিএসইতে ১৮ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

 

Share
নিউজটি ১৯৫ বার পড়া হয়েছে ।
Tagged