কাস্টোডিয়ান লাইসেন্স পেয়েছে ইউসিবি

সময়: সোমবার, জানুয়ারি ২৫, ২০২১ ১২:৩৫:৫২ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) লিমিটেড সিকিউরিটি কাস্টোডিয়ান লাইসেন্স পেয়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সম্প্রতি ব্যাংকটিকে চিঠি দিয়ে লাইসেন্সের বিষয় নিশ্চিত করেছে। ইউসিবি সূত্রে এই তথ্য জানা গেছে।
আলোচিত লাইসেন্স পাওয়ার ফলে ইউসিবি আগামী দিনে কাস্টোডিয়ান সেবা দিতে পারবে।

নতুন লাইসেন্স প্রাপ্তির মধ্য দিয়ে পুঁজিবাজারের সাথে ইউসিবির সম্পৃক্ততা আরও বাড়বে। বর্তমানে ব্যাংকের তিনটি সহযোগী প্রতিষ্ঠান (ঝঁনংরফরধৎু ঈড়সঢ়ধহু) পুঁজিবাজারে ব্রোকারেজ সেবা, সম্পদ ব্যবস্থাপনা ও মার্চেন্ট ব্যাংকিং পরিচালনা করছে। প্রতিষ্ঠান তিনটি হচ্ছে-ইউসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড, ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড ও ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড। এদের মধ্য ইউসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট দেশের অন্যতম শীর্ষ ব্রোকার। ২০২০ সালে এই ব্রোকারহাউজ লেনদেনের পরিমাণের দিক দিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে দ্বিতীয় অবস্থানে ছিল।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৩৯৮ বার পড়া হয়েছে ।
Tagged