কেডিএস এক্সেসরিসের বোর্ড সভার তারিখ ঘোষণা

সময়: বৃহস্পতিবার, আগস্ট ২৯, ২০১৯ ৩:৩০:৪৪ অপরাহ্ণ


পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের ‘এ’ ক্যাটাগরির কেডিএস এক্সেসরিসের বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, আগামী ৭ সেপ্টেম্বর বিকেল ৪টায় এ সভা অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন ২০১৯ সমাপ্ত আর্থিক বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন উপস্থাপন ও পর্যালোচনার পাশাপাশি কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করতে পারে। প্রসঙ্গত, কোম্পানিটি ২০১৮ আর্থিক বছরে ১০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল।

২০১৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া এ কোম্পানির পরিশোধিত মূলধন ৬৩ কোটি ৬ লাখ ৩০ হাজার টাকা। বর্তমানে রিজার্ভের পরিমাণ ৭৪ কোটি ৩৯ লাখ টাকা। সর্বশেষ নিরীক্ষিত ইপিএস ও বাজারদরের ভিত্তিতে কোম্পানিটির শেয়ারের মূল্য আয় (পিই) অনুপাত ২৫.৭। হালনাগাদ অনিরীক্ষিত মুনাফার ভিত্তিতে পিই রেশিও ২৪.৩৪। কোম্পানির মোট শেয়ার সংখ্যা ৬ কোটি ৩০ লাখ ৬৩ হাজার। ৩১ জুলাই ২০১৯ সাল পর্যন্ত সময়ে পরিচালকদের কাছে রয়েছে ৭৬.১৫ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৪.৩২ শতাংশ শেয়ার ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ১৯.৫৩ শতাংশ শেয়ার।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী

Share
নিউজটি ৩৩৪ বার পড়া হয়েছে ।
Tagged