ডিএসইর দর বৃদ্ধির শীর্ষে খান ব্রাদার্স

খান ব্রাদার্স পিপি ব্যাগ ইন্ডাষ্ট্রিজে বাড়ছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ

সময়: মঙ্গলবার, জুলাই ২৫, ২০২৩ ১:৫১:৩৫ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি খান বাদার্স পিপি ব্যাগ ইন্ডাষ্ট্রিজে বাড়ছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যানুযায়ী, গতবছর ৩০ জুন (২০২২ সালে) খান ব্রাদার্সে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ২৭.৬৩ শতাংশ। যা চলতি বছর ৩০ জুন (২০২৩ সালে) বেড়ে দাঁড়িয়েছে ৩৮.০২ শতাংশে। এক বছরের ব্যবধানে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ১০.৩৯ শতাংশ।

এরমধ্যে চলতি বছর জুন মাসেই কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বড় আকারে বেড়েছে। গত ৩১ মে যেখানে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ২৯.৬১ শতাংশ, সেখানে ৩০ জুন তারিখে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়ে দাঁড়িয়েছে ৩৮.০২ শতাংশে। এতে দেখা যায়, কেবল জুন মাসেই প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ৮.৪১ শতাংশ।

২০১৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত খান ব্রাদার্স পিপি ব্যাগ ইন্ডাষ্ট্রিজ গত বছর ২০২২ সালে বিনিয়োগকারীদের ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।

চলতি অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে বা ৯ মাসে (জুলাই’২২ থেকে ৩৯ মার্চ’২৩ পর্যন্ত) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ০৩ পয়সা। যা আগের অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ১৬ পয়সা। অর্থাৎ আগের অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরে কোম্পানিটির লোকসান কমেছে।

কোম্পানির কর্মকর্তারা বলছেন, মহামারি করোনার কারণে ২০২১ ও ২০২২ সালে কোম্পানিটির উৎপাদন মারাত্মক ক্ষতি হয়েছে। গত বছর থেকে কোম্পানিটি সেই ক্ষতি কাটিয়ে উঠার চেষ্টা করছে। এ লক্ষ্যে কোম্পানিটি বহুমুখী ব্যবসা পরিচালনের পথে রয়েছে। এরমধ্যে নিজেদের উৎপাদিত পণ্য বাজারজাত করণের পাশাপাশি সহযোগি প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যও বাজারজাত করছে।

কোম্পানিটির অনুমোদিত মূলধন ১৫০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৯৮ কোটি টাকা। বিপরীতে রিজার্ভ রয়েছে প্রায় ১৯ কোটি টাকা।

 

Share
নিউজটি ১৩৯ বার পড়া হয়েছে ।
Tagged