চলতি সপ্তাহে সাত কোম্পানির এজিএম

সময়: শনিবার, জুন ২৮, ২০২৫ ৭:২৯:০০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত সাতটি কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) চলতি সপ্তাহে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এসব কোম্পানির মধ্যে রয়েছে ব্যাংক, বীমা এবং আর্থিক প্রতিষ্ঠান খাতের উল্লেখযোগ্য প্রতিষ্ঠান। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এজিএম উপলক্ষে বেশ কয়েকটি কোম্পানি ২০২৪ সালের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।

এজিএম আয়োজনকারী সাত কোম্পানি হলো— প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, সিটি ব্যাংক, পিপলস ইন্স্যুরেন্স, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস, এক্সপ্রেস ইন্স্যুরেন্স এবং এনসিসি ব্যাংক।

প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স: ৩১ ডিসেম্বর ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিটি ২.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে ২৯ জুন সকাল ১১টায়।

সিটি ব্যাংক: এই ব্যাংক ২০২৪ সালের জন্য মোট ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে, যার মধ্যে ১২.৫০ শতাংশ নগদ এবং ১২.৫০ শতাংশ স্টক ডিভিডেন্ড। এজিএম অনুষ্ঠিত হবে ২৯ জুন।

ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স: কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ৩০ জুন বিকেল ৩টায় ডিজিটাল প্ল্যাটফর্মে তাদের এজিএম অনুষ্ঠিত হবে।

পিপলস ইন্স্যুরেন্স: এই বীমা প্রতিষ্ঠান ১০.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানির এজিএম অনুষ্ঠিত হবে ৩০ জুন সকাল ১১টা ৩০ মিনিটে, ডিজিটাল মাধ্যমে।

ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস: চলতি অর্থবছরে কোম্পানিটি কোনো লভ্যাংশ ঘোষণা করেনি (নো ডিভিডেন্ড)। ৩০ জুন সকাল ১১টায় তাদের এজিএম অনুষ্ঠিত হবে। এজিএমে উপস্থিত শেয়ারহোল্ডারদের সম্মতিতে ‘নো ডিভিডেন্ড’ অনুমোদন হতে পারে।

এক্সপ্রেস ইন্স্যুরেন্স: কোম্পানিটি ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। তাদের এজিএম অনুষ্ঠিত হবে ১ জুলাই সকাল ১১টায়।

এনসিসি ব্যাংক: এনসিসি ব্যাংক ১৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। তাদের এজিএম অনুষ্ঠিত হবে ২ জুলাই দুপুর ১২টায়, ডিজিটাল প্ল্যাটফর্মে। এজিএমগুলোতে কোম্পানিগুলোর আর্থিক প্রতিবেদন অনুমোদন ছাড়াও ভবিষ্যৎ পরিকল্পনা, পরিচালনা পর্ষদে পরিচালক নির্বাচনসহ গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা রয়েছে।

Share
নিউজটি ৯৮ বার পড়া হয়েছে ।
Tagged